ওয়ার্ডপ্রেস লিংক ফরম্যাট – Permalink Settings

ওয়ার্ডপ্রেস সাইট এবং এর পোস্ট গুলোর এড্রেসটি কেমন হবে সেটি ঠিক করে দেয়া এই পারমালিংক সেটিং।  বাই ডিফল্ড যে এড্রেস এর ধরন থাকে, সেটা পরিবর্তন করব আমরা। এমন কি যদি মনেকরি যে ওয়ার্ডপ্রেস সাইটের প্রতিটি পোষ্টের লিংক এ .html ফাইল এক্সটেনশন দিবো, সেটাও হবে । আবার পোষ্টের ঠিকানা গুলো মাস, বছর কিংবা ক্যটাগরি অনুযায়ী ও সাজানো যায় । ত চলুন দেখে নেয়া যাক …


WordPress Custom LInk format

WordPress Custom LInk format

ওয়ার্ডপ্রেস লিংক ফরম্যাট – Permalink Settings

WordPress Permalink Settings করবার জন্য প্রথমে ওয়ার্ডপ্রেস সাইটের এডমিন প্যানেলে প্রবেশ করুন। প্রবেশ করা হয়ে গেলে, এরপর বামপাশ থেকে Setting >> Permalink লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি পেজ চলে আসবে।

Permalink Setting

Permalink Setting

উপরের ছবিটিতে ভালো ভাবে দেখুন।

এবার একে একে অপশন গুলো আলোচনা করা যাক

Plain ঃ  এই ওয়ার্ডপ্রেস লিংক ফরম্যাট টিতে প্রতিটি পোষ্টের ডাটাবেজ এর পোষ্টএর ইউনিক আইডি গুলো থাকে । ফলে এটি কোন ভাবেই SEO Friendly হয়না । পাসাপাশি যেখেতু পোষ্টের ইউনিক আইডি দেখায়, তাই হ্যাকারদের আপনার সাইটে এটাক করাটা অনেক সহজ হয়ে যায় । এই লিংক ফরম্যাট একদমই রিকমেন্ড করছিনা । এটি দেখতে নিচের মতো হয়

https://kivabe.com?p=12345

Day and Month :  এটি ব্যবহার করতে পারেন তবে এতে লিংক বেশ বড় হয় তাই এটিও না ব্যবহার করা ভাল, তবে এইটাতে  ওয়ার্ডপ্রেস পোস্ট লিংক সেখেই বোঝা যাকে কবে এটি প্রকাশ করা হয়েছে । সেখতে নিচের মোত হয় ।

https://kivabe.com/2017/08/03/sample-post/

Month and name : এই ফরম্যাটে লিংক এ মাসের নাম ও পোস্টের নাম থাকে , দেখতে নিচের মতো ।

https://kivabe.com/2017/08/sample-post/

Numeric : এটতেও লিংক এর শেষে পোষ্টএর ইউনিক আইডি গুলো থাকে ফলে এটিও SEO Friendly হয়না । দেখতে নিচের মতো

https://kivabe.com/archives/123

Post name : এই ফরম্যাট টি আমরা ব্যবহার করি এবং এটি টে সাইট নেমের পরেই থাকে পোষ্ট নেম । দেখতে নিচের মতো হয় ।

https://kivabe.com/sample-post/

Custom Structureঃ কোন কোন ওয়েবসাইটে দেখা যায় ( . ) html বা অন্য কোন ধরনের এক্সটেনশন সাইট লিংক এ থাকে । তো সেটি যোগ করবার জন্য Custom Structure অপশনটি সিলেক্ট করে নিন। এরপর সেখানে একটি বক্সের মধ্যে কিছু লেখা থাকবে। সেই লেখাটির শেষের দিকের স্ল্যাস ( / ) টি তুলে দিন। তুলে দেওয়ার পর ( . html ) বসিয়ে সেভ করুন।

WordPress custom parmalink

WordPress custom parmalink

মনের মতো করে সাজাতে আপনি বেশ কিছু প্যারামিটার ব্যবহার করতে পারেন এই Custom Structurs এ ।

%year%
পোষ্টটি যে বছর প্রকাশ করা হয়েছিলো, উদাহরন স্বরুপ  2017

%monthnum%
পোষ্টটি যে মাসে প্রকাশ করা হয়েছিলো, উদাহরন স্বরুপ 05

%day%
পোষ্টটি যে দিন প্রকাশ করা হয়েছিলো , উদাহরন স্বরুপ 28

%hour%
পোষ্টটি যে ঘন্টা্য় প্রকাশ করা হয়েছিলো, উদাহরন স্বরুপ 15

%minute%
পোষ্টটি যে মিনিটে প্রকাশ করা হয়েছিলো, উদাহরন স্বরুপ 43

%second%
পোষ্টটি যে সেকেন্ডে প্রকাশ করা হয়েছিলো, উদাহরন স্বরুপ 33

%post_id%
পোষ্টটির ইউনিং আইডি, উদাহরন স্বরুপ 123

%postname%
এটি আসলে পোস্ট এর মান নিয়ে লিংক তৈরি করে থাকে । যেমন হয়তো আপনার পোস্ট টাইটেল “এটি একটি ভালো পোস্ট!” আর ওয়ার্ডপ্রেস এটিকে লিংক আকারে নেবে এটি-একটি-ভালো-পোস্ট  এই ভাবে ।

%category%

এটি পোস্টের ক্যটাগরি অনুসারে লিংক ঠিক করবে এবং সাব ক্যাটগরি থাকলে সেটি ক্যটাগরির পরে আসবে । অনেকটা নিচের মতে করে ।

https://kivabe.com/computer-and-internt/android/

%author%
ওয়ার্ডপ্রেস পোস্ট লিংক এ অথর ( লেখক ) এর নাম থাকবে ।

 

ওয়ার্ডপ্রেস কাস্টম লিংক

উপরের দেখাবো প্যারামিটার গুলো ব্যবহার করে আপনি বানিয়ে নিতে পারেন আপনার মতো লিংক । ধরুন আপনি চাচ্ছেন লিংটির শুরুতে অথর এর নাম থাকবে এবং এর পর পোস্ট নেম । তাহলে Custom Structurs এর ঘরে ব্যবহার করতে পারেন

/%author%/%postname%/

আবার যদি মনেকরেন যে লেখক এর মান এবং পোস্ট টাইটেলের মাঝে বছর থাকলে ভালো হয়, তাহয়ে ব্যবহার করতে পারে

/%author%/%year%/%postname%/

আশা করা যায় মনের মতে সাজাতে পারবেন আপনার সাইটের লিংক এর ফরম্যাট । যদি এর পরও বুঝতে সমস্যা হয়, নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ।

 

ক্যাটাগরি ও ট্যাগ এর লিংক পরিবর্তন

তেমন একটা লাগেনা । তারপরও কেউ যদি মনে করেন যে, ক্যাটাগরি কিংবা ট্যাগ এর লিংক ফরম্যট বদল করবেন । আসলে যেকোন ক্যাটাগরি এর ক্ষেত্রে /category/ এই টা ওয়ার্ডপ্রেস বসিয়ে সেই, সেটি পরিবর্তন করতে চাইলে Categroy Base এর ঘরে কি চাচ্ছেন সেটি লিখে দিলেই হল । যেমন হরে পারে category এর পরিবর্তে topic

Permalink Optional

Permalink Optional

একই ভাবে tag এর জন্য যদি চান, তাহলে Tag base এ লিখে দেন ।

তো এই ছিলো আমাদের ওয়ার্ডপ্রেস লিংক ফরম্যাট ও কাস্টম লিংক ফরম্যাট নিয়ে কিছু কথা । ভালো লাগলে সেয়ার করতে ভুলবেন না । আর প্রয়োজনে নিচে কমেন্ট করুন । ধন্যবাদ …

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!