কম্পিউটার উইন্ডোজ কিবোর্ড শর্টকার্ট সম্পর্কে জেনে নিন

কম্পিউটারে অতি দ্রুত কাজ করবার জন্য উইন্ডোজ শর্টকার্ট কী এর ব্যাবহার এর জুড়ি নেই । এর আগে আমরা আলোচনা করেছি ওয়েব ব্রাউজার শর্টকার্ট কী নিয়ে। উইন্ডোজ কি ব্যাবহার করে অতি দ্রুত কম্পিউটারে কাজ করা সম্ভব। মাউসের পাশাপাশি উইন্ডোজ শর্টকার্ট কি এর ব্যাবহার সম্পর্কে  নিচে গুরুত্বপূর্ণ উইন্ডোজ শর্টকার্ট কি গুলো দেখানো হল।


উইন্ডোজ কিবোর্ড শর্টকার্ট সম্পর্কে জেনে নেবার আগে চলুন একটু জেনে নেই উইন্ডোজ কী কোনটি কারন অনেকের জানা থাকলেও সবার জানা নেই উইন্ডোজ কী কোনটি । নিচের ছবিটিতে লাল বৃত্তের মধ্যে যে বাটন টি আছে সেটিকে উইন্ডোজ  বলে, এটি সাধারনত বাম পাশে Ctrl ও Alt কী এর মধ্যে থাকে এবং এটিতে চাপ দিলে Start Menu খুলে যায় ।

Windows Key

Windows Key

কীবোর্ড সম্পর্কে আরো জানতে চাইলে দেখে নিতে পারেন কম্পিউটার কিবোর্ড পরিচিতি এর পোষ্ট টি ।

উইন্ডোজ কিবোর্ড শর্টকার্ট

  1. Windows কি চেপে Start Menu ওপেন করা যায়।
  2. Windows + Pause কি প্রেস করে Display the System Properties Dialog Box খোলা যায়।
  3. Windows + D কি প্রেস করে সহজে ডেক্সটপে যাওয়া যায়।
  4. Windows + M কি প্রেস করে সবগুলো খোলা উইন্ডো মিনিমাইজ করা যায়।
  5. Windows + Shift + M কি প্রেস করে মিনিমাইজড উইন্ডো খোলা যায়।
  6. Windows + E কি প্রেস করে মাই কম্পিউটার কিংবা বলা যেতে পারে Widows Explorer খোলা যায়।
  7. Windows + F কি চেপে ধরে কম্পিউটারের কোন সার্চ অপশন খোলা যায়।
  8. Windows + Lকি প্রেস করে কম্পিউটার লক করে দেওয়া যায়।
  9. Windows + Rকি প্রেস করে Run Dialog box খোলা যায়।
  10. Windows + T কি প্রেস করে Programs Taskbar access করা যায়।
  11. Windows + Number  (ফাংশন কী এর নিচের নাম্বার গুলো ) কি প্রেস করে Running Programs বের করা যায় ।
  12. Alt+Windows + Number কি প্রেস করে Jump List খোলা যায়।
  13. Windows +Tab চেপে ধরে Running Programs বা Window 3-D আকারে দেখা যায় এবং সেগুলোতে সুই ।
  14. Windows + Spacebar কি প্রেস করে উইন্ডোজ Preview দেখা যায়।
  15. Windows + Up Arrow কি প্রেস করে উইন্ডোজ স্ক্রীন Maximize করা যায়।
  16. Windows + Left Arrow কি প্রেস করে Lift Side এ স্ক্রীন নিয়ে যাওয়া যায়।
  17. Windows + Down Arrow কি প্রেস করে উইন্ডোজ মিনিমাইজ করা যায়।
  18. Windows + Right Arrow কি প্রেস করে উইন্ডোজ Right Side এ করা যায়।
  19. Windows + P কি চেপে ধরে উইন্ডোজ ডিসপ্লে মোড চেঞ্জ করা যায়।
  20. Windows + U কি চেপে ধরে Access Center খোলা যায়।
  21. Windows + X কি প্রেস করে উইন্ডোজ Mobility Center খোলা যায়।
  22. Windows + Ctrl + D নতুন ডেস্কটপ উইনডোজ ১০ এ
  23. Windows + Ctrl + Left Arrow একাধিক ডেস্কটপ ওপেন থাকলে সুইচ করা  উইনডোজ ১০ এ
  24. Windows + Ctrl + Right Arrow একাধিক ডেস্কটপ ওপেন থাকলে সুইচ করা উইনডোজ ১০ এ

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!