মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রাম ২০১০ Installation

এখন আমরা শিখবো কিভাবে মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রাম Installation  করতে হয়।  এই প্রোগ্রামটির Installation পদ্ধতি মোটামুটি অন্যান্য সব প্রোগ্রামের মতোই। আমরা এখন ধাপে ধাপে দেখবো । তবে তার আগে এর সিস্টেম রিকয়ারমেন্টসমূহ জানা দরকার …


সিস্টেম রিকয়ারমেন্টসমূহ

‘মাইক্রোসফট অফিস ২০১০’ ইন্সটল করার জন্য আপনার কমপিউটারে বেশ কিছু সিস্টেম রিকয়ারমেন্ট এর প্রয়োজন হবে। এগুলো নিচে উল্লেখ করা হলো।

>> অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি সার্ভিসপ্যাক ৩, ইউন্ডোজ ভিসতা কিংবা উইন্ডোজ সেভেন।

>> কমপিউটার প্রসেসর: ৫০০ মেগাহার্টজ বা তদুর্ধ্ব।

>> মেমরি: ২৫০ মেগাবাইট বা তদুর্ধ্ব।

>> হার্ড ডিস্ক: ১.৫ গিগাবাইট ফ্রি স্পেস।

>> মনিটর: সুপার ভিজিএ বা উচ্চতর রেজোল্যুশন  মনিটর কিংবা তদুর্ধ্ব উচ্চতর মনিটর।

>> ইন্টারনেট সংযোগ।

>> যে সব কমপিউটারে ইতোমধ্যে এমএস অফিস ২০০৭ ভার্সনটি চলতে সেগুলোতে হার্ডোয়্যার উক্ত কমপিউটারে সহজেই ইন্সটল করা যাবে।

প্রথমে মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রার 2010-র DVD টি DVD ROM এ ঢুকান । ( যাদের Hard Drive এ অফিস ২০১০ র Setup File আছে তারা সেখান থেকে Setup.ext ফাইলটিতে দুইবার ক্লিক করুন । ) একটু পর Office 2010 License Agreement পেজটি আসবে ।

Office 2010 License Agreement

Office 2010 License Agreement

এখানথেকে I accept the terms of this agreement এ টিক দিয়ে Continue এ ক্লিক করুন । এবার আর একটি পেইজ আসবে যেখান থেকে Installation method নির্বাচন করতে হয় ।

Choose the Installation you want

Choose the Installation you want

এখান থেকে Install Now নির্বাচন করলে সরাসরি Install শুরু করবে, আর যদি Custom নির্বাচন করি তবে আরও কিছু বাড়তি সুবিধা দেবে ।  যেমন আগে থেকে অফিস এর অন্য Version Install  থাকলে তা রাখবো কি না তার Option দেয়। Office এর সবগুলো ফিচার ব্যবহার করবো কিনা তা নির্বাচনের সুবিধা দেয়, ইত্যাদি। আবার অনেক সময় দেখা যায় যে Custom Install না করলে বেশ কিছু সুবিধা বাদ রেখেই প্রোগ্রাম Install হয় ।

Custom Installtion

Custom Installation

Installation Progress

Installation Progress

পিসিতে এমএস অফিস ২০১০ ইন্সটল হতে বেশ খানিকট সময় নেবে। সুতরাং কিছু সময় ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে নিচের মতো স্ক্রিনটি প্রদর্শিত হবে।

Complete Your Office Experience

Complete Your Office Experience

স্ক্রিনটি বন্ধ করার জন্য Close বাটনে ক্লিক করুন। আর যদি অফিস সর্ম্পকে আরো কিছু জানতে চান বা এর সাথে আরো পরিচিত হতে চান তবে Continue Online বাটনে ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে আপনার কমপিউটারের সাথে ইন্টার নেট সংযোগ থাকতে হবে।

You may also like...

3 Responses

  1. Abdul mazid says:

    windows 10 এ কোন কোন অফিস প্রোগ্রাম ইন্সটল করা যায়?
    অর্থাৎ Microsoft office 3,7,10,13,16. সব ইন্সটল করা যায়?

  2. MD ISA says:

    আমি মাইক্রোসফট ইনস্টল করতে পারছি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!