মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড এ খোলা ফাইল বন্ধ করা

আমরা এর আগের পোষ্টগুলোতে  জেনেছিলাম কিভাবে একটি নতুন ফাইল খোলা যায়  এবং তা সেভ করা যায় । এখন আমরা জানবো কিভাবে একটি খোলা ফাইলকে বন্ধ করা যায় । এ কাজটি খুবই সহজ, না বললেও বোধহয় চলতো । কিন্তু সবার সুবিধার্থে জানাতেই হচ্ছে । ফাইল সেভ করার অনেক গুলো পদ্ধতি আছে । আর আমরা মোটামুটি সব গুলোই জানবো । তো ম্যানুয়ালি ফাইল ক্লোজ করার জন্য মেনু বারের File এ  ক্লিক করে Close এ ক্লিক করুন । দেখবেন ফাইলটি বন্ধ হয়েছে । কিন্তু মূল প্রোগ্রামটি এখন ও খোলা আছে । যদি File এ ক্লিক করে Exit এ ক্লিক করতাম, তবে ফাইলটি মূল প্রোগ্রাম সহ বন্ধ হতো । দেখুন মাইক্রোসফ্ট ওয়ার্ড প্রোগ্রমের টাইটেল বারের (একেবারে উপরের বারটি ) ডান দিকে একটি লাল ক্রোস আছে, এটিতে ক্লিক করেও ফাইল ক্লোজ করা যায়, তবে এর সাথে প্রোগ্রামটিও ক্লোজ হয়ে যায় । শুধু ফাইল ক্লো্জ করার কি- বোর্ড কমান্ড হল Ctrl+w . আর পুরো প্রোগ্রাম ক্লোজ করার জন্য চাপুন Ctrl+F4 (Function Key).


Save file

নোট :  ফাইলে বন্ধ করার আগে একে সেভ না করলে উপরের মতো  সেভ করার ম্যাসেজ আসতে পরে । সেভ করার ইচ্ছে থাকলে Save এ ক্লিক করুন , না থাকলে Don’t Save এ ক্লিক করুন । আর যদি মনে করেন যে এখন ফাইল বন্ধ করবেন না, তা হলে Cancel এ ক্লিক করুন অথবা কি বোর্ড থেকে Esc (বাম পার্শে উপরের কোনায় ) চাপুন ।

You may also like...

2 Responses

  1. mr sakib says:

    microsoft word close কি?

    • Shariar says:

      MS Word এ যে ফাইল টি ওপেন করে রেখেছেন, সেটি বন্ধ করার জন্য file বা document টা close করতে হয়।

      microsoft word close বলতে কেঊ যদি Word program টি বন্ধ করা বোঝাতে চায়, তাহলে সেটি হবে Exit.
      microsoft word program এ
      file > exit করলে ওয়ার্ড প্রোগ্রাম টি ই বন্ধ হবে।
      আর
      file > close করলে শুধু ডকুমেন্ট টি বন্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!