HTML i ট্যাগ ও i ট্যাগের ব্যবহার

সাধারণত HTML i ট্যাগ ব্যবহার করে যেকোন লেখাকে Italic  বা বাকা করা যায়। অর্থাৎ i ট্যাগ ব্যবহার করলে text গুলো এই ধরনের হয়ে যায় This is html i tag । মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ব্লগ সাইটে কিংবা কন্টেনে এই ধরনের টেক্সট দেখা যায়।  তো নিচের অংশে i ট্যাগের ব্যবহার দেখানো হল।


HTML i ট্যাগ এর উদাহরন

<article>
   <p>
        Lorem ipsum dolor sit amet, <i>consectetur adipisicing elit.</i>
        Inventore exercitationem minus facilis..!
   </p>
</article>

নিজে চেষ্টা করুন

উপরের প্রথম অংশে article ট্যাগ ব্যবহার করা হয়েছে। এরপর article ট্যাগের ভিতরে p ট্যাগ এবং তার মধ্যে <i>…</i> ট্যাগ দেয়া রয়েছে। এবার কোডগুলো ব্রাউজারে রান করলে নিচের ছবিটির মতো দেখা যাবে।

i tag

i tag

উপরের ছবিটিতে যে টেক্সট দেখা যাচ্ছে, সেই টেক্সটের মাঝ খানে দেখলে দেখবেন একটু অন্য ভাবে ডান দিকে হলে আছে লিখা গুলো ।

i ট্যাগের ব্যবহার

  • i tag এর ভিতরে যে লিখা গুলো সেগুলো সুধু বাকাই হয়, strong, em এই ট্যাগ গুলোর মতো কোন স্পেশাল অর্থ বহন করেনা ।
  • i tag ব্যবহার করা যেতে পারে কোন টেকনিলাক টার্ম কিংবা কোন ফ্রেজ কে লিখবার জন্য ।
  • i ট্যাগ ব্যবহার করে অনেক সময় বিভিন্য অডিও কিংবা ভিডিওর এর কন্টেন্ট বা বিষয়গুলোকে টেক্সট মুডে লিখবার জন্য ও ।

 

এটি একটি inline HTML হওয়ায় টেক্সটের সাথেই পাশাপিশি বসে ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!