AJAX কি? কিভাবে কাজ করে ?

প্রশ্ন উত্তরCategory: টিউটোরিয়ালAJAX কি? কিভাবে কাজ করে ?
rafi asked 6 years ago

AJAX কি? কিভাবে কাজ করে ? এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন 


James replied 6 years ago

Ajax JavaScript ও PHP কে একসাথে নিয়ে কাজ করে । পুরা পেজ লোড না করে ajax দিয়ে একটা ওয়েব সাইটের ছোট্ট একটা অংশ পরিবর্তন করা যায় শর্ত সাপেক্ষে ।

1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

Ajax এর পুর্ন রুপ হচ্ছে Asynchronous JavaScript and XML যা JavaScript এর মাধ্যমে একটি ওয়েব পেজের ক্ষুদ্র অংশের জন্য সার্ভারে রিকুয়েস্ট পাঠায় এবং রিসপন্স রিসিভ করে প্রয়োজনীয় পরিবর্তন করে । এটি বলা যেতে পারে ডেভেলপার দের স্বপ্ন পুরেনের একটি মাধ্যম যা আসলে একটি ওয়েব পেজের ছোট্ট ছোট্ট অংশ নিয়ে নিয়ে কাজ করে ।
 
আমরা যে প্রতিনিয়ত ফেসবুকে চ্যাট কমেন্ট কিংবা পোষ্ট করি, সেখানে ছোট্ট পরিশবে Ajax Method ব্যবহার করে আমাদের ডাটাগুলো আদান প্রদান করা হয় । আবার ধরুন ওয়েবে কেনা কাটা করার সময় আমরা কোন কোন  প্রডাক্ট সিলেক্ট করছি এবং কতটি,সেটিও অ্যাজাক্স দিয়ে কার যায়।
আবার জিমেইল কিংবা অন্য মেইল ক্লায়েন্ট গুলো ও দেখবেন যে মেইল পাঠানোর জন্য পুরো পেজ রিলোড না করেই মেইর পাঠায় এবং পাঠানো শেষে মেসেজ দেয় যে পৌছে গেছে …


Your Answer

14 + 5 =

error: Content is protected !!