ইউটিউব প্লে থাকুক স্ক্রিন বন্ধ হলেও
ইউটিউব আমরা কতভাবেই না ব্যবহার করে থাকি। গানশোনা, মুভি দেখা, টিউটোরিয়াল দেখা, ক্লাস করাসহ আরো কতশত কাজে যে ব্যবহার করি তার ইয়ত্তা নাই। কিন্তু ইউটিউবের একটা সীমাবদ্ধতা আছে। আর সেটা হলো ইউটিউবের পাশাপাশি অন্যকোনো অ্যাপস ব্যবহার করা যায় না। কিন্তু আমি আজ আপনাদের এই সীমাবদ্ধতা কিভাবে দূর করবেন সেটা জানাবো।
এর আগে আলোচনা করেছিলাম একই টপিকে এবং সেক্ষেত্রে দেখিয়েছিলাম ওয়েব ব্রাউজার ব্যবহার করে ।
এবার আমরা ব্যবহার করবো একটি অ্যাপ। চলুন কিভাবে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডে ইউটিউবে মিউজিক বা ভিডিও প্লে করবেন তা জেনে নেই।
প্রথমেই, প্লে স্টোর এ গিয়ে music tube লিখে সার্চ করুন।
এরপর, নিচের দেখানো ছবিতে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন সেটার Install বাটনে ক্লিক করুন।
তারপর, একবার অ্যাপসটি ইন্সটল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন।
অ্যাপসটি ওপেন করার পর অ্যাপসের নিচের দিকে ‘Library’ নামের অপশনটিতে ক্লিক করুন।
এবার, ‘Sign in’ বাটনে ক্লিক করে আপনার গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করে নিন।
আপনার কাজ প্রায় শেষ। এবার আপনি যে ভিডিওটি বা মিউজিকটি দেখতে বা শুনতে চান সেটি ওপেন করুন। অথবা সার্চ দিয়ে বের করুন। তারপর সেই ভিডিওটিতে ক্লিক করুন।
নিচের ছবিতে দেখানো দুটি অপশন দেখতে পাবেন। ভিডিওর ক্ষেত্রে ‘watch’ ও গান শোনার ক্ষেত্রে ‘listen’ এ ক্লিক করুন।
ব্যাস! হয়ে গেলো। আপনার পছন্দের ভিডিও/গানটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে প্লে হয়ে যাবে। এখন আপনি চাইলে ইউটিউবে গান শুনতে শুনতে অন্য অ্যাপস ব্যবহার করার পাশাপাশি যেকোনো কাজ করতে পারেন। ঠিক নিচে দেখানো ছবির মতো।
আশাকরি, বুঝতে পেরেছেন। ধন্যবাদ!