HSC 2020 পরীক্ষার ফলাফল বের করবো কিভাবে SMS কিংবা Web থেকে
HSC পরীক্ষা চলছে । কদিন বাদেই বের হবে HSC পরীক্ষার ফলাফল । পরীক্ষার ফলাফল বের হওয়ার আগেই দেখে নেই পরীক্ষার ফলাফল দেখার নিয়ম । hsc ফলাফল ২০২০ কদিন বাদেই বের হবে । কিভাবে এইচ এস সি পরীক্ষার ফলাফল (HSC Exam Result) বের করা যায়? তো চলুন নিচের অংশে দেখে নেওয়া যাক। ঠিক একই পদ্ধতিতে আপনি মাদ্রাসা বোর্ড এর আলিম পরীক্ষার ফলাফল ও বের করতে পারবেন ।
hsc ফলাফল ২০২০ বের করার নিয়ম – এইচ এস সি ফলাফল
সাধারণত আমরা দুই ভাবে এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখে নিতে পারি, আর সেই দুটি এইচ এস সি ফলাফল বের করার নিয়ম হলো :
১) মোবাইলে SMS এর মাধ্যেমে HSC ফলাফল বের করা
২) অনলাইন ওয়েবসাইট এর মাধ্যেমে HSC ফলাফল বের করা
এর আগের আলোচনায় আমরা দেখিয়েছি, কিভাবে SSC পরীক্ষার ফলাফল বের করতে হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল কিভাবে বের করা যায়। এবার চলুন দেখে নেয়া যাক HSC ফলাফল বের করার নিয়ম ।
SMS এর মাধ্যেমে এইচএসসি পরীক্ষার ফলাফল বের করার নিয়ম
মোবাইলে SMS এর মাধ্যেমে এইচএসসি পরিক্ষার ফলাফল বের করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান। ম্যাসেজ অপশনে যাওয়ার পর সেখানে টাইপ করুন, HSC <space> এবার যে বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার দিয়েছেন, সে বোর্ডের প্রথম তিনটি অক্ষর Dha <Space> HSC Roll <Space> কত সালে এইচএসসি পরীক্ষা দিলেন, তার সাল 2020 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে Mad লেখুন।
এস এম এস মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট
জেনারেল শিক্ষা বোর্ড
HSC Dha 777688 2020 send to 16222
মাদ্রাসা বোর্ড
HSC Mad 777688 2020 send to 16222
ভোকেশনাল বোর্ড
HSC Tec 777688 2020 send to 16222
এইচএসসি পরীক্ষার বিভিন্য বোর্ড ও তার সংক্ষিপ্ত রুপ
Board Name | Short Code |
Barisal | Bar |
Chittagong | Chi |
Chomilla | Com |
Dhaka | Dhk |
Dinajpur | Din |
Jessore | Jes |
Rajshahi | Raj |
Sylhet | Syl |
Madrasah | Mad |
Technical | Tec |
অনলাইনে HSC পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
অনলাইন থেকে এইচ এস সি পরীক্ষার ফলাফল বের করার জন্য প্রথমে যেকোন ব্রাউজারে গিয়ে educationboardresults.gov.bd লিখে Enter প্রেস করুন। Enter প্রেস করার পর নিচের ছবিটির মতো পেজ ওপেন হবে।

hsc রেজাল্ট বের করা
এবার অনলাইন থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল বের করার জন্য উপরের লাল মার্ক করা অংশে দেখুন।
সেখানে প্রথমে আছে,
Examination: এর ডান পাশে Select One লেখা অপশন দেখা যাবে। এবার সেখানে গিয়ে ক্লিক করে সিলেক্ট করুন, আপনি HSC পরীক্ষা জেনারেল শাখা না মাদ্রাসা শাখা না ভোকেশনাল থেকে দিয়েছেন সেটি। তবে আমি আপনার ক্ষেত্রে HSC (Vocational) সিলেক্ট করেছি।
Year : এবার কত সালে HSC পরীক্ষা দিয়েছেন সেই সিলেক্ট করুন। যেমন, 2018
Board: আপনি কোন বোর্ডের অধীনে HSC পরীক্ষা দিয়েছন, সেটি সিলেক্ট করুন। যেমন, Dhaka বোর্ড হলে Dhaka সিলেক্ট করুন আর মাদ্রাসা হলে Madrasah বোর্ড সিলেক্ট করুন।
Roll: এরপরের অংশে HSC রোল নাম্বার বসিয়ে দিন।
Reg: No : এরপরের অংশে HSC রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিন।
এবার শেষের অংশে ক্যাপচা কোড বসাতে হবে, যেমনঃ 1 + 6 = 7 বসানো হয়ে।
সব কিছু ঠিক ঠাক করার পর উপরের ছবিটির নিচের দিকে লাল মার্ক করা Submit লেখা বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এইচএসসি পরীক্ষার ফলাফল বের হবে।
HSC Result 2018 Kobe Ber Hobe ?
এইচ এস সি পরীক্ষার ফলাফল বের হবে আগামী ২২ জুলাই ২০১৮.
Thanks