এক্সেল কারেন্ট টাইম ট্রিকস

এক্সেল ফাংশন ব্যবহার করে আমরা সহজেই আজকের তারিখ কিংবা তারিখ সহ সময় নিয়ে আসতে পারি । কিন্তু শুধু্ এই মুহূর্তের সময় নিতে গেলে  সরাসরি না করে একটু অন্য পথে হাটা লাগে । তো চলুন দেখি এক্সেলে এই মুহূর্তের সময় কিংবা এক্সেল কারেন্ট টাইম ট্রিকস গুলো কি কি ?


এই টপিক নিয়ে আমাদের একটি ভিডিও করা আছে, সেটি দেখে নিতে পারেন কিংবা নিচে টেক্সট আকারে বিষয়টি আলোচনা করছি ।

এক্সেল কারেন্ট টাইম

এক্সেলে চলমান তারিখ বা তারিখ সহ সময় নিয়ে আশার জন্য দুটি আলাদা ফাংশন আছে । today() ও now().

=today()

লিখে Enter Key প্রেস করলে পেয়ে যাবেন কারেন্ট ডেট । আর

=now()

লিখে Enter Key প্রেস করলে পেয়ে যাবেন কারেন্ট ডেট ও টাইম ।  কিন্তু যদি এমন হয়ে যে আপনার শুধু চলমান সময় দরকার, তাহলে নিচের মতো করতে হবে ।

যে ঘরে now() function টি ব্যবহার করেছেন সে সেলটিতে রাইট ক্লিক করে Format এ ক্লিক করুন । এর পর General  ট্যাব এর ভেতর থেকে Time এ ক্লিক করে সেখান থেকে একটি টাইম ফরম্যাট নির্বাচন করুন এবং ok তে ক্লিক করুন ।

time under Number format of excel

দেখবেন সেই ঘরে সেই টাইম ফরম্যাট টি হয়ে যাবে । আপনি চাইলে Custom থেকে আরো অন্য ফরমেট গুলো নির্বাচন করতে পারেন । ভিডিও তে ধারনা দিয়েছি যতটা সম্ভব । তো এবার দেখে নেয়া যাক সেল ফরম্যাট না করে সরাসরি এক্সেল ফরমুলা ব্যবহার করে কেমন করে কারেন্ট টাইম নেয়া যায় ।

এবার আমরা text() ফাংশন টি ব্যবহার করবো এবং এর আর্গুমেন্ট এ now() ব্যবহার করবো । সাথে আরো কিছু থাকবে । নিচে দেখুন

=TEXT(NOW(),"h:mm:ss")

লিখে ইন্টার চাপলে দেখবেন চলে এসেলে সেই সময়ের শুধু সময় এভাবে 22:34:45 লক্ষ্য করুন text function এর ভেতরে আমরা “h:mm:ss” দিয়েছি এবং এটি আসলে বলে দেয় সময় এর ফরম্যাট টা কেমন হবে । আপনি চাইলে AM PM ও যোগ করতে পারেন । নিচের মতো করে

=TEXT(NOW(),”h:mm:ss AM/PM”)

আর এবার পেয়ে যাবেন সময় 10:38:45 PM এই ভাবে ।আপনি চাইলে দিন যোগ করতে পারেন এর সাথে নিচের মতো করে

=TEXT(NOW(),"ddd h:mm:ss AM/PM")

তো এই ছিলো ছোট্ট একটি টিউটোরিয়াল । ভালো থাকবেন , ভালো লাগলে শেয়ার করবেন ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!