কল ওয়েটিং সার্ভিস চালু করা যেকোন অপারেটর

কল ওয়েটিং হলো এক ধরনের সাভিস যা চালু থাকলে মোবাইল ফোন গুলো একাধিক কল ( ইন্টারনেট কল নয়, সিম এ যে কল গুলো আসে ) গ্রহন করতে পারে এবং সেক্ষেত্রে পরের আসা কলটি অপেক্ষমান থাকে । হোক সেটা বাটন ফোন কিংবা এন্ড্রয়েড ফোন কিংবা অ্যাপল এর আই ফোন।


কল ওয়েটিং কি ?

ধরুন আপনি কারো সাথে ফোন এ কথা বলছেন । এই সময় আর একজন আপনার ফোন এ কল করলো আপনার সাথে কথা বলার জন্য । সেক্ষেত্রে যদি আপনার সিম এ কল ওয়েটিং সার্ভিস চালু থাকে, আপনার ফোন এ কলটি ঢুকবে এবং অপর পক্ষে ( যিনি কল করেছেন, তাকে ওয়েট করতে বলা হবে কিংবা তার ফোন এ ওয়েটিং দেখাবে  ) । আর যদি Call Waiting Service টি চালু না থাকে, তাহলে যিনি কল করেছিলেন, তার কাছে Busy নোট যাবে এবং আপনার ফোন এ কলটি ঢুকবে না।

কল ওয়েটিং সার্ভিচ চালু বা বন্ধ করা

কল ওয়েটিং সার্ভিচ চালু বা বন্ধ করা

কল ওয়েটিং সার্ভিস চালু করা

কল ওয়েটিং সার্ভিস টি দুই ভাবে চলু করা যেতে পারেন । ক ) ফোন এ কোড ডায়াল করে এবং খ ) ফোন এ কল সেটিং পরিবর্তন করে ।

ফোন এর কোড ডায়াল করে কল ওয়েটিং চালু সব সিম এ হয় কিনা এ নিয়ে কিছুটা সন্দেহ আছে , তাই সেটি নিয়ে পরে আলোচনা করছি । চলুন দেখে নিয়া যাক কল সেটিং পরিবর্তন করে কিভাবে Call Waiting চালু করা যায় । আর এ পদ্ধতি তে যে কোন অপারেটর এর জন্য ই কার্যকর । অর্থাৎ আপনি গ্রামিনফোন, রবি কিংবা বাংলালিংক, যে অপারেটর এর সিম ই ব্যবহার করুন, সবগুলোর জন্যই কাজ করবে ।

তবে শুধু সেই সিম গুলো ফোন এ লাগানো অবস্থায় দেকে নিন সার্ভিস টি চালু আছে কি না । না থাকলে নিচের দেখানো ধাপগুলো অনুসরন করে সহজেই একটিভ করে নিন ওয়েটিং সার্ভিস টি ।

বাটন ফোন এ Call Waiting চালু করা

আমার কাছে দুটি বাটন ফোন আছে, একটি নোকিয়া ও অন্য টি স্যামসাং এর এবং এই দুটির ক্ষেত্রে লিখে দিলাম পদ্ধতি গুলো।

নোকিয়া বাটন ফোন এ ক্ষেত্রে ওয়েটিং সার্ভিস চালু করা 

  1. মেনু থেকে সেটিংস এ যান বা সিলেক্ট করুন ।
  2.  কল সেটিং (Call Settings) এ যান বা সিলেক্ট করুন ।
  3. কল ওয়েটিং সার্ভিস (Call Waiting Service) এ যান ।
  4. এবার একটিভেট (Activate) এ ওকে করুন ।

স্যামসাং বাটন ফোন এ ক্ষেত্রে ওয়েটিং সার্ভিস চালু করা 

  1. মেনু থেকে সেটিংস এ যান বা সিলেক্ট করুন ।
  2. Applications সিলেক্ট করুন ।
  3. Call সিলেক্ট করুন, Call settings চালু হবে  ।
  4. Voice Call সিলেক্ট করুন ।
  5. Call Waiting সিলেক্ট করুন ।
  6. একটু পর Status দেখাবে,সার্ভিস টি চালু থাকলে Activated দেখাবে,  না থাকলে Deactivated দেখাবে ।
  7. Options এ ক্লিক করে Activate করে নিন ।

এন্ড্রয়েড ফোন এ কল Waiting চালু করা

আমার কাছে দুটি এন্ড্রয়েড ফোন আছে এবং দুই ফোন এ ওয়েটিং সার্ভিস টি চালুর দুই রকম পদ্ধতি । আমি দুই ধরনের পদ্ধতিই আলোচনা করছি যাতে যেই ফোন ই হোক, আপনি যেন করে নিতে পারেন ।

শুরুতেই Huawei GR5 Phone এর জন্য দেখাচ্ছি । আমার মনে হয় অধিকাংশ এন্ড্রয়েড ফোন এ এই পদ্ধতি টি কাজ করবে ।

Huawei Android Phone এ কল ওয়েটিং সার্ভিস চালু বা বন্ধ করা করা

  1. কল ডায়াল প্যাড চালু করুন এবং নিচে ডান কোনায় ৩ টি বার এ ক্লিক করুন ।
  2. Settings এ যান ।
  3. Additional Settings যান ।
  4. Call Waiting চালু বা বন্ধ করুন । নিচের ছবিটি দেখুন ।

call waiting in aweigh Android Phone

Redmi Phone এ চালু করা 

  1. কল ডায়াল প্যাড চালু করুন এবং নিচে বাম কোনায় ৩ টি বার এ ক্লিক করুন । উপরের ছবিটির মতো ।
  2. সেটিংস এ যান ।
  3. Call Waiting চালু বা বন্ধ করুন ।

Samsung Android Phone এ কল ওয়েটিং সার্ভিস চালু  বা বন্ধ করা

এবার দেখা যাক স্যামসাং এন্ড্রয়েড ফোন এ কিভাবে করা যায় এই কাজ টি  । আমি আমার Samsung M30s Android Phone এ করেছি কাজ টা । চলুন দেখা যাক ধাপ গুলো ।

  1. কল ডায়াল প্যাড চালু করুন এবং উপরে ডান কোনায় ৩ টি ডট এ ক্লিক করুন ।
  2. Settings এ যান ।
  3. Supplementary Services এ যান ।
  4. Call Waiting চালু বা বন্ধ করুন । নিচের ছবিটি দেখুন ।
call waiting in Samsung m30s Phone

call waiting in Samsung m30s Phone

আই ফোন এ কল ওয়েটিং চালু বা বন্ধ করা

অ্যাপল এর আই ফোন গুলোর অপারেটিং সিস্টেম হয় iOS এবং আই ফোন এ সার্ভিস টি চালু বা বন্ধ করতে নিচের ধাপ গুলো অনুসরন করুন ।

  1. Settings এ যান ।
  2. Phone এ যান ।
  3. Call Waiting এ যান  ।
  4. Call Waiting সার্ভিস টি চালু বা বন্ধ করুন ।

You may also like...

2 Responses

  1. Nurul Islam says:

    Good

  2. Mamun says:

    tecno phn e waiting system on korbo kivabe vai… ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!