এন্ড্রয়েড ফোনে অটো ডাটা ব্যাকআপ চালু/বন্ধ করবেন কিভাবে?

গুগল তাদের এন্ড্রয়েড ডিভাইসে হাজারো সুযোগ সুবিধা প্রদান করে। তারই মধ্যে একটি ডাটা ব্যাক আপ। আপনি যখন প্রথমবার আপনার মোবাইল ফোনে আপনার Google অ্যাকাউন্ট সেট আপ করবেন তখন আপনাকে আপনার ডেটা ব্যাক আপ করতে হবে কিনা তা সিলেক্ট করতে বলা হয়৷ তবে আপনি চাইলে এই সেটিং যেকোনো সময় পরিবর্তন করতে পারেন। এটি আপনার সমস্ত Contacts গুলি ছাড়াও কল লগ, ক্যালেন্ডার, গুগল শীট, গুগল ডক ইত্যাদি আপনার Google অ্যাকাউন্টে সংরক্ষণ করে। এবং পরবর্তীতে এই ডাটাগুলোর কোনো ক্ষতির সম্মুখীন হলে আপনি যে কোনো সময় আপনার ডাটাগুলি পুনরুদ্ধার করতে পারেন৷


এন্ড্রয়েড ফোনে অটো ডাটা ব্যাকআপ চালু/বন্ধ করবেন কিভাবে?

১. আপনার এন্ড্রয়েড  স্মার্টফোনে Settings অ্যাপ খুলুন।

২. এবার Accounts and backup অপশনে ক্লিক করুন।

Accounts and Backup settings in an Android Phone

Accounts and Backup settings on an Android Phone

৩. তারপর Backup and restore অপশনে ক্লিক করুন।

Backup and Restore

Backup and Restore

৪. Google একাউন্টে ব্যাকআপের জন্য Google account অপশনের মধ্যে Back up my data অপশনটিতে ক্লিক করুন।

backup my data on Google account

backup my data on Google account

এবার ডাটা ব্যাক আপ অন অফ করতে টগলটি চালু বা বন্ধ করুন৷ চালু অবস্থায় ডাটা ব্যাকআপ নেবে এবং বন্ধ অবস্থায় ডাটা ব্যাকআপ বন্ধ থাকবে ।

Enable or disable Backup data option

Enable or disable Backup data option

ব্যাস কাজ শেষ। আপনার ফোনের ডাটাগুলো নিরাপদে সংরক্ষণ করুন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!