কিভাবে কম্পিউটারে স্ক্রীনশট নিয়ে Paint এ Image সেভ করবেন

মাঝে মাঝে রেকর্ড রাখবার জন্য বা সমস্যা অন্যকে জানানোর জন্য কিংবা ডকুমেন্ট বানাতে আমাদের কম্পিউটারের স্ক্রিনের ছবি নিয়ে রাখতে হয় । সাধারণত ল্যাপটপ কিংবা পিসিতে কয়েক ভাবে স্ক্রীনশট নেওয়া যায়। আর আজকে আমরা আলোচনা করবো কিভাবে কির্বোড ব্যাবহার করে কম্পিউটারে স্ক্রীনশট নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেয়া যাক …


কম্পিউটারে স্ক্রীনশট

প্রথমে আপনি যে ডকুমেন্টের স্ক্রীনশট নিবেন, সে ডকুমেন্টেটি স্ক্রীনে অ্যাক্টিভ করুন। অ্যাক্টিভ করা হয়ে গেলে এবার কির্বোড থেকে Print Screen Sys Rq কি প্রেস করুন। আপনার কম্পিউটারের কিবোর্ড এর ডান পাশের উপরের দিকে পাবেন সেই কী টি ।  নিচের ছবিতে লক্ষ করুন। 

Print Screen Sys Rq কি প্রেস করুন

Print Screen Sys Rq কি প্রেস করুন

উপরের ছবিটিতে ভালো ভাবে লক্ষ করুন। সেখানে লাল মার্ক করা একটি কি দেখা যাচ্ছে, সেখানে  কি প্রেস করুন।  আপনার কম্পিউটার বা ল্যাপটপের Scree টির একটি ছবি কপি হয়ে যাবে । এখন সেটাকে কোন এক জায়গায় বসিয় দেখা লাগবে । স্ক্রীনশট টি ছবি আকারে সেভ করে রাখবার জন্য Paint নামের একটি Windows Program ব্যবহার করবো আমরা । এর আগে দেখিয়েছিলাম  MS Word এ স্ক্রিনশট নেওয়া নেয়া যায় । তো উইন্ডোজ থেকে Print প্রোগামটি ওপেন করুন।  ঠিক নিচের ছবিটির মতো। নিচের ছবিতে লক্ষ করুন।

 

উপরের ছবিটিতে ভালোভাবে লক্ষ করুন।  Paint প্রোগামটি ওপেন করা হয়ে গেলে উপরের লাল মার্ক করা Paste এ ক্লিক করুন অথবা Ctrl + V কি প্রেস করুন।  আপনার ডকুমেন্টটি ছবি আকারে দেখা যাবে।

 

স্ক্রীনশট Paint এ কিভাবে সেভ করবেনঃ

 

উপরের ছবিটিতে ভালো ভাবে লক্ষ করুন। সেখানে প্রথম লাল মার্ক করা একটি আইকন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করলে নিচে কিছু অপশন দেখা যাবে, সেখানে লাল মার্ক করা Save as লেখা আছে।  ফাইলটি সেভ করবার জন্য সেখানে ক্লিক করুন। এর পর একটি নাম দিয়ে ফাইল টি সেভ করে নিন ।

You may also like...

2 Responses

  1. moulita says:

    very easy way to learn how to screenshot,,,nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!