স্মার্টফোনের কন্ট্যাক্টস ব্যকআপ

Google একটি Android স্মার্টফোনের জন্য তার Contacts অ্যাপে অনেকগুলো অপশন অফার করে। এরই মধ্যে একটা হলো কন্ট্যাক্টস ব্যাক আপ। গুগল Contacts গুলি সংরক্ষণ করা ছাড়াও, ব্যবহারকারীদের তাদের ফোন বা সিম কার্ডে থাকা যেকোন #Contacts ব্যাক আপ করার সুযোগ করে দেয়৷ যদি কোনোভাবে আপনি আপনার ফোনের Contacts হারিয়ে ফেলেন, তাহলে আপনি এটা ব্যবহার করে সেই Contacts গুলিকে আপনার নতুন ডিভাইসে ফিরিয়ে আনতে পারেন৷


কিভাবে কন্ট্যাক্টস ব্যাক আপ করবেন?

আপনি যদি ইতোমধ্যে আপনার Google অ্যাকাউন্টে আপনার Contacts সংরক্ষণ করে থাকেন, তাহলে আপনি যে কোনো ডিভাইসে সাইন ইন করার পর পরই সেগুলি আবার সেই ফোনে চলে আসবে। এছাড়াও, আপনি চাইলে আপনার Contacts গুলিকে অন্য Google অ্যাকাউন্টে এক্সপোর্টও করতে পারেন। এতে আপনার Contacts গুলিকে একটি ভিন্ন ডিভাইসে স্থানান্তর করা সহজ হয়ে যাবে। আপনি কিভাবে আপনার কন্ট্যাক্টস এক্সপোর্ট করবেন?

ফোন নাম্বার ব্যাকআপ

১. আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Contacts অ্যাপ খুলুন। (যদি ইতোমধ্যে এ্যাপসটি আপনার ইন্সটল করা না থেকে তাহলে প্লে স্টোর থেকে সেটা ইন্সটল করে নিন।)

২. এবার এ্যাপসটির নীচের দিকে Fix and Manage অপশনটিতে চাপুন৷

Export to file অপশন

Export to file অপশন

৩. Export to file অপশনে ক্লিক করুন।

fix and manage

fix and manage

৪. আপনি যে গুগল অ্যাকাউন্ট থেকে Contacts Export করতে চান তা নির্বাচন করুন৷

choose account to save contact

choose account to save contact

৫. Export to .VCF ফাইল অপশনে ট্যাপ করুন। তারপর Save এ ক্লিক করুন।

৬. আপনার ফোন মেমোরি/মেমোরি কার্ডে ফাইলটি সেভ হয়ে যাবে।

এবার আপনি ফাইলটি যেকোনো ডিভাইসে ইম্পোর্ট করলেই সেই ডিভাইসে আপনার সকল কন্ট্যাক্টস চলে যাবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!