গুগল অ্যাসিস্ট্যান্ট কথা বলুন আপনার ফোনের সাথে

আপনি কি জানেন যে আপনি আপনার স্মার্ট ডিভাইস এর সাথে কথা বলবেন এবং সে আপনার কমান্ড অনুসারে কাজ করবে? যেমন ধরুন “Take a selfie”  কিংবা “Call Shariar in WhatsApp”. জি, আরো অনেক  কিছুর ভয়েস কমান্ড দেয়া যায় গুগল অ্যাসিস্ট্যান্ট এ ।


আমরা আজ আলোচনা করবো অ্যান্ড্রয়েড ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে কাজ করে তা নিয়ে। যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করবো গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কমান্ড নিয়েও।

Hey Google Assistant

Hey Google Assistant

Google Assistant – গুগল অ্যাসিস্ট্যান্ট কি?

Google Assistant হলো বিখ্যাত টেক জায়ান্ট গুগলের একটি Assistant Program  যা গুগলের Smart Device গুলোতে ডিফল্ট ভাবে থাকে । এটি ভয়েস কমান্ড নেয় এবং সেই অনুসারে ভয়েসের মাধ্যমে ফলাফল জানায় কিংবা কার্য সম্পাদন করে । এটি এক ধরনের AI (Artificial Intelligent) সিসটেম ও বটে ।

Google Home

Google Home – Smart Home System to control device over voice command

প্রথমে যখন এ্যাপল তাদের মোবাইলে তাদের ভয়েস এসিস্ট্যান্ট ‘সিরি’ নিয়ে এলো তখন যে আলোড়ন সৃষ্টি হয়েছিলো Google Assistant আসার পর তাকে অনেক পিছনে ফেলে দিয়েছে। এটি বর্তমানে গুগলের বহুল ব্যবহৃত প্রযুক্তি।

এটা Google Now এর একটা পরিবর্ধিত রূপ যেটা আপনি জানতে চাওয়ার আগেই আপনার পছন্দের জিনিসের তথ্য নিয়ে হাজির হয়। অন্যান্য ভয়েস এসিস্ট্যান্ট যেমন, এ্যাপলের সিরি, এ্যামাজনের এলেক্সা, মাইক্রোসফটের কর্টানার প্রতিদ্বন্দী হলো Google Assistant।

২০১৬ সালের মে মাসে গুগলের স্মার্ট মেসেজিং এ্যাপ Allo এর সাথে এসিস্ট্যান্ট এর যাত্রা শুরু করে। যদিও Allo এ্যাপটি গুগল ২০১৯ সালে বন্ধ করে দেয়। এর কিছু সময় পরেই গুগল পিক্সেল ফোনের সাথে আসে Google Assistant.  আর এখন এন্ড্রয়েড ৫.০ ভার্সনের পরের সকল মোবাইলেই আপনি Google Assistant পাবেন।

মজার ব্যাপার হলো, শুধু এন্ড্রয়েড নয় আপনি Google Assistant আইওএস-এও পেয়ে যাবেন। শুধু তাই নয় অন্যান্য আরো অনেক ডিভাইসে এখন গুগল এসিস্ট্যান্টের বসবাস।

গুগল অ্যাসিস্ট্যান্ট স্পিকার

Google Assistant Speaker

 

কিভাবে Google Assistant সহজেই চালু করবেন জেনে নেয়া যাক

যদি আপনার ফোনের নিচের দিকের নেভিগেশন বারে তিনটি বাটন থাকে তাহলে Home বাটনটি (দেখতে গোলাকৃতির) চেপে ধরে রাখলেই আলাদীনের জিনের মতোই আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে Google Assistant।

আর যদি আপনার ফোনের নেভিগেশন বারে দুইটি বাটন থাকে তাহলে পিল আকৃতির Home  বাটনটি চেপে ধরুন তাহলে আপনার ফোনের পর্দাতেও চলে আসবে Google Assistant।

Activate Google Assistant with home button

Activate Google Assistant with home button. Android 11

আর একেবারে নতুন এন্ড্রয়েড ফোন যেগুলো শুধু গেসচার নেভিগেশনে চলে সেই ফোনগুলোতে Google Assistant-কে নিয়ে আসতে নীচের কর্নারগুলির যে কোনও একটি থেকে আড়াআড়িভাবে ভিতরের দিকে সোয়াইপ করুন৷ তাহলেও কাজ হয়ে যাবে।

তো জেনে গেলাম গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে চালু করবো সে বিষয় এ ।

ভয়েস দিয়ে গুগল অ্যাসিসটেস্ট চালু করা

মোবাইল এর স্ক্রিন আনলক করে বলুন “OK Google” অথবা “Hey Google”, Voice activation চালু থাকলে Google Assistant চালু হয়ে যাবে।

Google Assistant ডাউনলোড

উপরের স্টেপগুলি অনুসরন করতে গিয়ে দেখছেন যে আপনার ফোনে Google Assistant ইনস্টল করা নেই? চিন্তার কিছু নেই, আপনার ডিভাইসে Google Assistant খুব সহজেই পেয়ে যাবেন।

অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন। অথবা আপনার Google Assistant অ্যাপটি আপডেট করা আছে কিনা তা নিশ্চিত করুন।

আগেই যেমন বলেছি, আপনার ফোনটি এন্ড্রয়েড ৫.০ ললিপপ বা এর চেয়ে লেটেস্ট ভার্সনের হতে হবে, পাশাপাশি কমপক্ষে ১ জিবি মেমোরি এবং একটি ৭২০p স্ক্রীন থাকতে হবে ৷ আর আপনার ডিভাইসে এটা বিল্ট ইন থাকলে তো আপনার এই অ্যাপটির প্রয়োজনই নেই।

আর আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে অ্যাপ স্টোর থেকে Google Assistant অ্যাপটি ডাউনলোড করুন। উল্লেখ্য যে, iOS 11 এর আগের ভার্সনে এটা সাপোর্ট করে না।

Google Assistant Requirtemtens

  • Android 5.0+ with at least 1.0GB of available memory or
  • Android 6.0+ with at least 1.5GB of available memory
  • Google app 6.13 or higher
  • Google Play services
  • 720p or higher screen resolution

নোট: Android 8 ভার্সন এর আগের গুলোতে এবং RAM 2 GB এর কম হলে ফোন স্লো কাজ করতে পারে এমন কি হ্যাং ও হতে পারে ।

গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে কাজ করে

Google Assistant ভয়েস কমান্ড নেয় এবং ইন্টারনেটে Google Assistant Server এর সাথে কানেক্ট হয়ে আপনার দেয়া ভয়েসের বিপরীতে ফলাফল দেয়। এটি আপনার ফোনের কিছু কিছু সেটিংস ও বদল করতে পারে ভয়েস কমান্ড এর মাধ্যমে ।

এই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামটি অনলাইনে কাজ করে। যদিও অনেকেই কিছু ট্রিকস দিয়েছে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট অফলাইনে কাজ করে যে বিষয় এ, কিন্তু সেগুলো কাজ করেনা, Assistant offline এ থাকলে (অর্থাৎ ইন্টারনেট কানেকশন না থাকলে) Wifi বা Mobile Data চালু করতে বলে ।

এবার জেনে নেই, Google Assistant দিয়ে আপনি কি কি করতে পারেন?

কি কি কাজ করতে পারে Google Assistant?

বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করে সহজেই আপনার মনের জিজ্ঞাসা মিটিয়ে ফেলতে পারেন। এটি ভয়েস অ্যাকটিভেটেড এবং উত্তর গুলো পড়ে শোনায়, তাই একাকিত্য কাটানোর ও একটি মাধ্যম হয়ে উঠছে ইদানিং ।

কোন কিছুর  ডেফিনেশন জানা যেমন

ফোন আনলক করে “Hey Google” বলে একটু অপেক্ষা করুন, এবার বলুন “define Bangladesh”

দেখবেন চলে এসেছে বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং সেগুলো পড়ে শোনাচ্ছে গুগল

নিজের নাম জানতে চান

“Hey Google”, “What is my name?”, যদি আপনার নাম ওর ডাটাবেজ এ থাকে, আপনাকে জানাবে, তার তা না হলে আপনার কাছে জানতে চাইবে আপনাকে কি নামে ডাকবে!

আরো গুগল অ্যাসিস্ট্যান্ট  ভয়েস কমান্ড গুলো

  • Hey Google, Good  Morning / Good Evening -> সে ও উত্তার দিবে এবং অডিও খবর আপনার সামতে নিয়ে আসবে যেখানে BBC News ও Bloomberg News এর পাশাপাশি আরো কিছু নিউজ থাকে ।
  • Hey Google, Tell me a joke -> কৌতুক পড়ে শুনাবে ।
  • Hey Google,  Sing a song ->  গান গেয়ে শোনাবে
  • Hey Google, My Current Location, -> Google Map এ আপনার বর্তমান অবস্থান জানাবে
  • Hey Google, Navigate to Dhaka ->  আপবার কারেন্ট লোকেশন থেকে ঢাকার রাস্তা দেখাবে গুগল ম্যাপ এ ।
  • Navigate to Home -> ম্যাপে আপনার হোম লোকেশন সেট কার থাকলে সে পথে নেভিগেট করবে ।
  • Call to my Mom -> আপনার মা কে সে কল করবে সেলুলার ফোনের নেটওয়ার্ড ব্যবহার করে ।
  • Call to my Mom in Whatsapp -> Whatsapp এ আপনার মা কে সে কল করবে ।
  • Set a reminder tomorrow at 3.30 pm -> আগামী কাল বিকেল ৩:৩০ এর জন্য একটি রিমাইন্ডার সেট করতে চাইবে এবং আপনার কাছে জানতে চাইবে কি রিমাইন্ড করতে হবে ।
  • Set a timar for 20 munites -> 20 মিনিটের জন্য টাইমার সেট হবে ।
  • Send a text message to Shariar -> যদি Shariar নামে আপনার ফোনে কন্টাক সেভ থাকে, সেই নাম্বারে টেক্ট মেছেজ পাঠানোর জন্য আপনার কাছে জানতে চাইবে কি মেসেজ পাঠাবেন ।
  • Opne Yoututbe –> Youtube Open করে দেবে । অথবা অন্য যে কোন অ্যাপ এর নাম বললে সেই অ্যাপ টি ওপেন করে দেবে ।
  • Play Amar sonar bangla in youtube -> ইউটিউবে প্লে হবে আমার সোনার বাংলা
  • increase / decrease brightness –> ফোনের ব্রাইটনেস কম বা বেশি করবে ।
  • increase / decrease volium -> ফোনের ভলিউম কম বা বেশি করবে ।
  • Turn on/off Flashlight -> ফোনের ফ্যাসলাইন অন বা অফ করবে ।

আরো অনেক কিছু 🙂

গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংস

গুগল এসিসটেন্ট চালু হলে আপনার ছবিতে ক্লিক করুন,  নিচের ছবিতে দেখুন

আপনার ছবিতে ক্লিক করুন

আপনার ছবিতে ক্লিক করুন

এর পর পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংস গুলো, নিচের ছবিতে দেখুন

Google Assistant Settings

Google Assistant Settings

গুগল অ্যাসিস্ট্যান্ট ল্যাংগুয়েজ চেঞ্জ

উপরের ছবিটির , অর্থাৎ Google Assistant Settings এ ঢোকার পরে Languages এ ক্লিক করুন ।

Assistant Languages Settings

Assistant Languages Settings

এর পর আপনি নতুন ল্যাংগুয়েজ যোগ করতে পারবেন ।

Add a language in Assistant languages

Add a language in Assistant languages

তবে এখন ও গুগলের অ্যাসিসটেন্ট প্রোগ্রামটি বাংলা ভাষা সাপোর্ট করেনা ।

গুগল অ্যাসিস্ট্যান্ট বাংলা কাজ করে কি ?

এখন ও Google Assistant Bangla Language সাপোর্ট করেনা ।  Google Assistant যে যে Language গুলো এখন পর্যন্ত সাপোর্ট করে সেগুলোর লিস্ট নিচে দেয়া হলো, আশা করি অদুর ভবিষ্যতে গুগল অ্যাসিস্ট্যান্ট বাংলা ও কাজ করবে ।

Google Assistant Supported language list

Country or RegionSupported Languages
AustraliaEnglish
AustriaGerman
CanadaEnglish, French CA
DenmarkDanish
FranceFrench
GermanyGerman
IndiaEnglish (India), English (US), Hindi
IrelandEnglish (UK)
ItalyItalian
JapanJapanese
South KoreaKorean
MexicoSpanish
NetherlandsDutch
NorwayNorwegian
SingaporeEnglish (Singapore), English (US)
SpainSpanish
SwedenSwedish
United KingdomEnglish
United StatesEnglish

গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস পরিবর্তন

গুগলের অ্যাসিসটেন্ট প্রোগ্রামে সাধারনত ফিমেল ভয়েস  ডিফল্ট ভাবে থাকে । আর একটি মেল ভয়েস আছে । সেই ভয়েস একটিভ করতে Google Assistant চালু করে বলুন

Change Voice

Change Voice of Google Assistant

Change Voice of Google Assistant

যে এবার অন্য কন্ঠে শোনাবে এবং জানতে চাইবে সেটাই রাখবেন কিনা । বলুন “Yes

You may also like...

4 Responses

  1. Roki says:

    আমি অংশ নিতে চাই

  2. Roki says:

    আমি লিখতে চাই

    • Md Shariar Sarkar says:

      আপনার পুরো নাম, ইমেইল অ্যাড্রেস পাঠিয়ে দিন আমাদের, আপনার প্রফাইল তৈরি করে দেয়া হবে কিভাবে.কম এ @ https://kivabe.com/contact-us
      ধন্যবাদ

  3. Arif says:

    গুগল এর সাথে কথা বলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!