১৩- figure এবং figcaption ট্যাগ ভিডিও টিউটোরিয়াল

figure এবং figcaption ট্যাগ দুটি ব্যবহার করা হয় ওয়েব পেজে যে কোন ধরনের ফিগার যোগ করার জন্য । যেমন ধরুন ওয়েব পেজে ইমেজ যোগ করবেন, তো সেটা তো img tag দিয়ে করা হয়, কিন্তু সেটাকে আরো সার্চ ইনজিন ফ্রেন্ডলি করার জন্য figure এবং figcaption ট্যাগ দুটি ব্যবহার করা হয় ।

বিস্তারিত দেখুন figure এবং figcaption ট্যাগ ভিডিও টিউটোরিয়াল টিতেই ।

আর এই আগের ইমেজ ইনসার্ট এর টিউটোরিয়াল টি না দেখে থাকলে সেটি দেখুন নিচের লিংক থেকে।

০৪ – HTML ছবি নেয়া ও ফাইল পাথ ভিডিও টিউটোরিয়াল

 

 

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *