Free VPN opera vpn ব্যবহার করবো কিভাবে

VPN হচ্ছে Virtual Privet Network এর সংক্ষিপ্ত রুপ এবং অনেক ওয়েবসাইট এ সাধারন ভাবে প্রবেশ করা না গেলে আমরা VPN ব্যবহার করে প্রবেশ করি । আবার মাঝে মাঝে আইপি ব্লক হয়ে গেলেও VPN হতে পারে আপনার সহায়ক । আর ওয়েব ব্রাউজার অপেরা দিচ্ছে Free VPN ব্যবহার করার সুবিধা । তো চলুন দেখে নেই কিভাবে Free VPN opera vpn ব্যবহার করবেন ।


Opera VPN:

প্রথমত Opera VPN ব্যবহার করার জন্য আপনি আপনার কম্পিউটার থেকে Opera Browser ওপেন করুন। আর যদি ইন্সটল করা না থাকে তো ইন্সটল করে নিন ।

open opera browser

open opera browser

Opera Browser ওপেন করার পর উপরের ছবিটির মতো উইন্ডো দেখা যাবে। এবার উপরের ছবিটির বাম পাশে উপরের দিকে লাল মার্ক করা অপের আইকন এ ক্লিক করুন। এবার নিচের অংশে দেখুন।

open private window

open private window

ক্লিক করার পর উপরের ছবিটির বাম পাশের মতো বেশ কিছু অপশন দেখা যাবে। এবার সেখান থেকে লাল মার্ক করা New private window লেখায় ক্লিক করুন অথবা Ctrl+Shift+N লেখায় ক্লিক করলে নিচের মতো উইন্ডো দেখা যাবে।

click to vpn

click to vpn

এবার Opera VPN  ব্যবহার করার জন্য উপরের ছবিটির উপরের দিকে লাল মার্ক করা VPN লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো দেখা যাবে।

vpn location

vpn location

এবার উপরের ছবিটির উপরের দিকে লাল মার্ক করা অংশে Off লেখা অপশন দেখা যাবে, আপনি Opera VPN ব্যবহার করার জন্য সেই অংশে ক্লিক করে On করুন। On করার পর উপরের ছবিটির নিচের দিকে লাল মার্ক করা অংশে থেকে location লেখার সিলেক্ট করে নিন যদি মনে করেন যে আপনার লোকেশন বদলানো লাগবে ।

যেহেতু অপেরা ভিপিন ফ্রি, তাই এরা মাত্র ৩ টি দেশের লোকেসন আপনাকে ব্যবহার করতে দেবে । এবং মোটামুটি সবার জন্যই এরা হাতে গোনা কয়েকটি আইপি ব্যবহার করে ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!