html এ DOCTYPE html কেন ব্যবহার হয়

শুরুতেই বলে রাখা ভালো  <!DOCTYPE> কে সম্পূর্ন ট্যাগ বলা হয় না।  <!DOCTYPE> ব্যাবহার করা হয়ে থাকে  html এর কোন ভার্সন সেইটাকে বোঝাতে।  এইচটিএমএলে প্রথমেই <!DOCTYPE> ব্যাবহার করা হয়, এইটি গুরুত্বপূর্ণ জিনিস। যা একটি ওয়েব ব্রাউজারকে নির্দেশনা দিয়ে থাকে এটি html এর কোন ভার্সন ।


doctype html

doctype html

আসলে Document Type থেকে এসেছে doctype আর অনেকেই এটিকে লেখে DOCTYPE আকারেও । <!DOCTYPE html>  এর প্রধান কাজ হচ্ছে ওয়েব ব্রাউজার কে বলে দেয়া যে ওয়েব পেজটির Document Type HTML5 Standard.

<!DOCTYPE > html  ট্যাগের আগে আপনাকে অবশ্যয় ব্যাবহার করতে হবে।  নিচে উধাহরণ স্বরূপ দেখানো হল।

<!DOCTYPE html>
<html>
   <head>
      <title> html doctype </title>
   </head>
   <body>
      <p>Some text inside a p tag </p>
   </body> 
</html>

উপরের মার্কআপে ভালো ভাবে লক্ষ করুন। সেখানে প্রথম অংশে <!DOCTYPE html> ব্যাবহার করা হয়েছে। এরপর
পর্যায়ক্রমে <html>,<head>,<title> tag ব্যাবহার করা আছে।

HTML 4.01 ( HTML5 এর আগের ভার্সন ) এ DOCTYPE বোঝাচ্ছিল document type definition (DTD), কারন  এটি ছিল SGML (Standard Generalized Markup Language)  এর উপর নির্ভরশীল । আর আসলে DTD বলে দিচ্ছিল ওয়েব ব্রাউজার কে মার্ক আপ ল্যাংগুয়েজের বৈশিষ্ট্য গুলো  যাতে ওয়েব ব্রাউজার ওযেব কন্টেন্ট গুলোর সাথে ভালোভাবে কাজ করতে পারে ।

কিন্তু HTML5 SGML নির্ভর না হওয়ার DTD  এর প্রয়োজন এখন হয়না ।

Note :

  • HTML এ সবার আগে <!DOCTYPE html> ব্যাবহার করুন।
  • <!DOCTYPE html> Case sensitive না , অর্থৎ আপনি চাইলে <!DOCTYPE html> কে <!doctype html> আকারেও লিখতে পারেন ।

You may also like...

1 Response

  1. sadikul islam says:

    good job

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!