পাসপোর্ট ছবি তৈরি করুন অনলাইনে
Passport size image তৈরি করতে নিচের যে কোন একটি সাইজে আপনার ছবিটি আপলোড করুন এবং নিচের সবুজ বাটনে ক্লিক করুন ।
আমরা অনেকেই ফটোশপে পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করে থাকি। কিন্তু এই অ্যাপটি চলে কম্পিউটারে এবং এটি চালনা করার জন্যও দক্ষতা দরকার ।
তবে উপরের ছোট্ট অনলাইন ইমেজ কাটার টি ব্যবহার করে আপনি দুই ধরনের পাসপোর্ট সাইজের ইমেজই তৈরি করে নিতে পারবেন । এখানে ভিসা সাইজ যেমন ২ x ২ ইমেজ করতে পারবেন । আর এর পাশের টা থেকে আপনি যে কোন অ্যাপলিকেশন ফর্মের জন্য ইমেজ তৈরি করে নিতে পারবেন ।
মজার বিষয় হলো, এই ছবি গুলো ডাউন লোড করার সময় কয়েকটি সাইজে আপনি নামিয়ে নিতে পারবেন । এবং যেহেতু অনেক জায়গাতে ছবির কিলোবাইট কম করে দিতে বলে, সেটাও এখানেই পেয়ে যাবেন ।
একটি পাসপোর্ট সাইজের ছবি হবে ৫০ কেবি এর নিচে । দারুন না ?
আর ছবি গুলো আপনি পাঁচ দিনের মধ্যে যেকোন সময় নামিয়ে নিতে পারবেন আপনার কম্পিউটার বা মোবাইলে । লিংক শেয়ার ও করে রাখতে পারবেন । পাঁচ দিনের পর ছবি গুলো অটো আমাদের সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে ।
তো দেরি না করে এখন এ শুরু করুন আপনার পাসপোর্ট সাইজের ছবিটি ঠিকঠাক মতো কেটে নিতে ।