1 Answers
Your Answer
অভ্র বাই ডিফল্ট ফনেটিক লেআউট ব্যবহার করে । তো ফনেটিক এ এম.এ লেখার জন্য em চাপলে পাবেন এম। এবার . (ডট) এর জন্য নিউমেরিক কিপ্যাড এর . (ডট) চাপুন, পেয়ে যাবেন এম. অথবা কিবোর্ড ইংলিশ করে নিন এবং . (ডট) চেপে আবার বাংলা করে নিয়ে e চাপুন, আসবে এ । সব মিলে হয়ে যাবে এম.এ
More