1 Answers
ই-বুক ব্যবহারের সুবিধাসমূহঃ
- ইন্টারনেটের সাহায্যে ই-বুক ডাউনলোডের মাধ্যমে খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব।
- ব্যবহারিক দিক থেকে ই-বুক সংরক্ষণের জন্য কোন প্রকার লাইব্রেরি বা কক্ষের দরকার নেই, কম্পিউটার বা রিডিও ডিভাইসে ই-বুক সংরক্ষণ করা যায়।
- ই-বুক খুব সহজেই স্থানান্তরযোগ্য।
- ই-বুক ইন্টারনেটের সাহায্যে সরবরাহ করা হয় বলে বাড়তি কোন প্যাকিং চার্জ নেই।
- ই-বুকে তথ্য খুঁজে বের করা খুবই সহজতর।
- ই-বুক মুদ্রিত বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট বের করা সম্ভব হয়, ফলে আর্থিক সাশ্রয় হয়।
Your Answer