আমি নতুন কম্পিউটার ব্যবহার কারী । উইন্ডোজ কত দিন পর পর দিতে হয় ? আর উইন্ডোজ না দিলে কি কম্পিউটার স্লো হয়ে থাকে ?
নতুন অবস্থায় অনেকেই ঘন ঘন কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ রি-ইন্সটল করে থাকেন । অনেকে শখের বসে কিংবা শেখার জন্য । আবার অনেকে বিভিন্য এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে উইন্ডোজের গুরুত্বপুর্ণ ফাইল নস্ট করে ফেলেন এবং উইন্ডোজ দেন ।
আবার অনেকেই মনে করেন বার বার উইন্ডোজ দিলে বোদহয় কম্পিউটার অনেক ফাস্ট কাজ করে! আর এখান থেকেই প্রশ্ন আসে
উইন্ডোজ কত দিন পর পর দিতে হয়
আমার মতে যত কম কম্পিউটারে উইন্ডোজ দিবেন ততই ভালো । এটা ঠিক যে উইন্ডোজ দেবার পর পর কয়েকদিন কম্পিউটার ফাস্ট চলে, কিন্তু কদিন পরেই আবার যেই , সেই ।
কম্পিউটারে উইন্ডোজ ইন্সটল দেবার জন্য হার্ড ড্রাইভ এর C Drive প্রতিবার ফরম্যাট দেয়া হয়, এটি হার্ড ড্রাইভ এর উপর চাপ সৃষ্টি করে এবং ঘন ঘন উইন্ডোজ ইন্সটলের ফলে অনকে সময় HDD Corrupt হয়ে যেতে পারে ।
উইন্ডোজ ইন্সটল দেয়া সহজ, কিন্তু উইন্ডোজ দেবার পর আপনার কম্পিউটার টি আগের মতো করে সাজিয়ে নিতে অনেক সময় লাগে এবং অনেক সময় কিছু কিছু সফটওয়ার কাজ করেনা যদি ক্র্যাক ভার্সন ব্যবহার করেন ।
অনকে সময় অসাবধানতা বসত প্রয়োজনিয় ফাইল ব্যাকআপ না নিয়েই উইন্ডোজ ফেলেন এবং ফাইল গুলো সহজে আর পাওয়া যায়না ।
যদি একান্তই উইন্ডোজ ক্রাস করে কিংবা ফাইল মিসিং দেখায়, সেক্ষেত্রে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে পারেন ।
উইন্ডোজ সেটআপ এক্সপেরিমেন্ট চালাবো কিভাবে ?
আপনি যদি এক্সপেরিমেন্ট চালাতে চান, তাহলে ব্যবহার করুন Virtual Box কিংবা VMWare . দুটোই ভার্চুয়ার মেশিন তৈরি করে আপনার কম্পিউটারে এবং সেখানে আপনি ইচ্ছে মতো উইন্ডোজ ইন্সটল করে এক্সপেরিমেন্ট চালাত পারবেন ।
কম্পিউটার এর গতি বাড়াবেন কিভাবে
প্রতিনিয়ত উইন্ডোজ আপডেট ও সফটওয়ার আপডেট এর ফলে এখন শুধু র্যাম ও প্রসেসর নয়, কম্পিউটার এর হার্ডডিস্ক এর উপর ও চাপ পড়ে । সেক্ষেত্রে আপনার আগের HDD এর পরিবর্তে SSD লাগিয়ে নিলে পিসির গতি কয়েকগুন বেড়ে যাবে ।
অপ্রয়োজনীয় সফটওয়ার গুলো আন-ইন্সটল করে ফেলুন এবং স্টার্টআপ নিয়ন্ত্রন করুন,পিসির গতি কিছুটা বাড়বে ।
নিচের পোষ্ট গুলো দেখতে পারেন
কম্পিউটার Advanced System Care সফটওয়্যার ব্যবহার করবো কিভাবে