ধরেন এক্সেল সিট এ আমার A1 থেকে A10 পর্যন্ত সংখ্যা আছে এবং আমি সেগুলো একসাথে গুন করতে চাই । তাহয়ে কিভাবে এক্সেল এ অনেক গুলো সেল গুন করবো ?
এক্সেল এ অনেক গুলো সেল গুন করে কিভাবে ?
1 Answers
Your Answer
ধরেন এক্সেল সিট এ আমার A1 থেকে A10 পর্যন্ত সংখ্যা আছে এবং আমি সেগুলো একসাথে গুন করতে চাই । তাহয়ে কিভাবে এক্সেল এ অনেক গুলো সেল গুন করবো ?
এক্সেল এ গুন করতে একটি ফাংশন ও ব্যবহার করা হয় এবং এই ফাংশন টি হচ্ছে
product()
তো আপনি বলছিলেন যে A1 থেকে A10 পর্যন্ত সংখ্যা আছে এবং সেগুলো আপনি একসাতে গুন করে নিতে চাইছেন । সেক্ষত্রে আপনি নিচের ফরমুলা টি ব্যবহার করতে পারেন
=PRODUCT(A1:A10)
আশা করি পেয়ে যাবেন আপনার উত্তর ।
More