কেউ ফোন এ কল দিলে ব্যস্ত দেখানোর বেশ কিছু কারন থাকতে পারে । প্রথম কারন হতে পারে যাকে কল দিচ্ছেন ঠিক সেই সময় তিনি অন্য কাউকে কল দিচ্ছেন কিংবা কোন একটি কল তার ফোন এ চালু আছে । দ্বিতীয় কারন হতে পারে যাকে কল দিচ্ছেন, তিনি কলটি কেটে দিচ্ছেন , এক্ষেত্রে প্রথমে একটু রিং হবার পর ব্যস্ত দেখায় । তৃতিয় কারন হতে পারে,আপনি যাকে ফোন দিচ্ছেন, তার ফোন এ আপনার নাম্বার টি ব্লক হয়ে আছে । আনব্লক করে নিলে আপনার কলটি সেই ফোন এ ঢুকবে ।
কল দিলে ব্যাস্ত দেখায় কোন?
2 Answers
Your Answer