যেমন ধরুন জানুয়ারি মাস ৩০ নাকি ৩১
মার্চ মাস কি ৩০ নাকি ৩১ দিন?
এপ্রিল মাস ৩০ নাকি৩১ দিন?
কিভাবে সহজে মনে রাখব বা বের করব?
ধন্যবাদ
আমরা আমাদের হাত ব্যবহার করে বারো মাসের প্রতিটি মাসের দিন গুলো মনে রাখতে পারি সহজেই । চলুন দেখে নেয়া যাক কোন মাস কত দিনের সেটা কিভাবে বের করা যায় হাত ব্যবহার করে । ডান অথবা বাম হাত মুষ্ঠিবদ্ধ করুন নিচের মতো ।
হাত ব্যবহার করে কোন মাস কত দিন কিভাবে বের করব দেখুন
এবার হাতের তর্যনি আঙ্গুল এর গোড়া থেকে কাউন্টিং শুরু করুন এবং প্রথম টি হবে জানুয়ারি মাস । এবার নিচের ছবিটি দেখুন ।
উপরের ছবিতে যেভাবে নাম্বারিং করা আছে আমরা সেগুলোকে একটু ভালো করে দেখি
আঙ্গুলের গোড়া ১, ৩, ৫, ৭
দুই আঙ্গুল এর মাঝে ২, ৪, ৬
৭ এর পর আবার শুরু থেকে শুরু করতে হয়
আঙ্গুলের গোড়া গুলো ৩১ দিনের হয় আর দুই আঙ্গুল এর মাঝের গুলো ৩০ দিনের হয় শুধু ফেব্রুয়ারী ছাড়া ।
১. জানুয়ারী – ৩১ দিন
২. ফেব্রুয়ারী ২৮/২৯ দিন
৩. মার্চ – ৩১ দিন
৪. এপ্রিল – ৩০ দিন
৫. মে – ৩১ দিন
৬. জুন – ৩০ দিন
৭. জুলাই – ৩১ দিন
১. আগোষ্ট – ৩১ দিন
২. সেপ্টেম্বর – ৩০ দিন
৩. অক্টোবর – ৩১ দিন
৪. নভেম্বর – ৩০ দিন
৫ ডিসেম্বর – ৩১ দিন
তাহলে ১,৩,৫,৭, ১,৩,৫ এগুলো ৩১ দিনের মাস আর ৪,৬,২ এগুলো ৩০ দিনের মাস । আশাকরি সহজেই মনে রাখতে ও বের করতে পারবেন ।