খরা কি? এর প্রভাব উল্লেখ কর।

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানখরা কি? এর প্রভাব উল্লেখ কর।
Abdullah Al Faroque Staff asked 3 weeks ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 3 weeks ago

খরা (Drought):

বহুদিন সময় পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় খরা। দীর্ঘ সময় বৃষ্টি না হলে কিংবা বিরামহীন বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা তুলনামূলকভাবে কমে যায়। সেই সাথে মাটির কোমলতা অথবা স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে শুষ্ক রুপ ধারণ করার কারণে খরায় পরিণত হয়।


Drought

Drought

খরার প্রভাবঃ

  1. আমাদের দেশে খরার প্রভাবে উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে কৃষি উৎপাদন অপেক্ষাকৃত কমে যায়।
  2. খাদ্য দ্রব্যের অভাবজনিত কারণে দুর্ভিক্ষ দেয়া যায়।
  3. বিভিন্ন অঞ্চলে পানির অভাব পরিলক্ষিত হয়।
  4. সূর্যের উত্তাপ বেশি হওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে।
  5. পরিবেশ অতিমাত্রায় শুষ্ক হয়ে যায়।
  6. তীব্র খরার কারণে দাবানলের উপদ্রব দেখা যায়।
  7. বৃষ্টিহীন এবং খরার প্রভাবে মানুষ ও জীবজন্তুর স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি হয়।

তাই অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করে এবং মাটির অভ্যন্তরে পানির উত্তোলন কমিয়ে এ ধরনের দুর্যোগকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।

Your Answer

1 + 11 =

error: Content is protected !!