সাধারণত বড় ধরনের ইন্টারনেটওয়ার্কে ডাইনামিক আইপি রাউটিং বাস্তবায়ন করা সুবিধা জনক । ডাইনামিক রাউটিং টেবিল আপনা আপনি তৈরি হয় বলে নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটরকে বেশি পরিশ্রম করার দরকার পড়ে না। যেমন নেটওয়ার্কে ঘন ঘন পরিবর্তন হয় সেখানে এটি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। আবার ডাইনামিক রাউটিঙে রাউটার সূমহ একটি আরেকটির রাউটিং টেবিল শেয়ার করে। তাকেই ডাইনামিক আইপি রাউটিং বলে।
ডাইনামিক আইপি রাউটিং কাকে বলে?
1 Answers
Your Answer