ইন্টারনেটে কোনো ওয়েবসাইট কে ডোমেইন নেইম বা আইপি অ্যাড্রেস এর সাহায্যে অনুসন্ধান করা যায়। ডোমেইন নেইম হলো টেক্সট অ্যাড্রেস অপরদিকে আইপি অ্যাড্রেস হলো সংখাবাচক অ্যাড্রেস। প্রতিটি আইপি অ্যাড্রেসের বিপরীতে থাকা ডোমেইন নেম মনে রাখা অপেক্ষাকৃত সহজ কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর। প্রতিটি ওয়েবসাইটের একটি অদ্বিতীয় ডোমেইন নেম থাকে। তাই বলা যায় ডোমাইন নেইমের গুরুত্ব অপরিসীম।
ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর
1 Answers
Your Answer