দিনাজপুর জেলার উপজেলা কয়টি ?

প্রশ্ন উত্তরCategory: টুর ট্রাভেলসদিনাজপুর জেলার উপজেলা কয়টি ?
জানতে চাই asked 4 months ago

দিনাজপুর জেলার উপজেলা কয়টি জানতে চাই । এবং উপজেলা গুলোর নাম ও 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 months ago

বাংলাদেশের উত্তরের জনপদ রংপুর বিভাগের একটি জেলা দিনাজপুর যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিলো ।
৬ টি নির্বাচনি এলাকা সহ দিনাজপুরের মোট উপজেলার সংখ্যা ১৩ টি ।
দিনাজপুর জেলার উপজেলা সমুহ


  1. বোচাগঞ্জ,
  2. বিরল,
  3. কাহারোল,
  4. বীরগঞ্জ,
  5. দিনাজপুর সদর,
  6. খানসামা,
  7. চিরিরন্দর,
  8. ফুলবাড়ী,
  9. পার্বতীপুর,
  10. বিরামপুর,
  11. নবাবগঞ্জ,
  12. হাকিমপুর,
  13. ঘোড়াঘাট

 
 
 

Your Answer

11 + 5 =

error: Content is protected !!