1 Answers
ফাইবার অপটিকের বৈশিষ্ট্যঃ
- ইলেকট্রিসিটির মতো আলোক সংকেত বাহিরে ছড়িয়ে পড়ে না বলে এখানে এটেনুয়েশন নাই বললেই চলে। এটেনুয়েশন না থাকার কারণে এর ভিতর দিয়ে সিগন্যাল অনেক দূরত্ব পর্যন্ত অতিক্রম করে।
- এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করে।
- ফাইবার অপটিক ক্যাবলে ইএমআই নেই বলে এটি সব জায়গায় ব্যবহার করা যায়। এমনকি বর্তমানে অনেক ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স বর্তমান। যেমন কোনো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে ফাইবার অপটিকই একমাত্র ইএমআই থেকে মুক্তি দিতে পারে।
- নেটওয়ার্কের Backbone হিসেবে অধিক ব্যবহার হয় ফাইবার অপটিক ক্যাবল ।
- এতে Gbps রেঞ্জ অথবা তার চেয়ে দ্রুত গতিতে ডেটা চলাচল করতে পারে।
- ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে আলোকের পূর্ণ আভ্যন্তরীণ পদ্ধতিতে।

Fibre Optic
Your Answer