ফাইল সার্ভার কি? এবং কিভাবে কাজ করে

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিফাইল সার্ভার কি? এবং কিভাবে কাজ করে
Ababil asked 5 years ago


2 Answers
Imran Hossain answered 5 years ago

ফাইল সার্ভার কি

সাধারণত ফাইল সার্ভারের কাজ হলো নেটওয়ার্ক ইউজারদের জন্য বিভিন্ন ফাইল শেয়ার করা যাতে ইউজাররা সহজে যেকোন সময় তাদের ফাইলে প্রবশ করতে পারে। ফাইল সার্ভারে চলে এমন এক নেটওয়ার্ক সার্ভিস  যার মাধ্যেমে কোন সার্ভার ডাটা স্টোর করা যায়।  সেই ডাটাকে পড়া যায় এবং প্রয়োজনে অন্যত্র স্থানান্তর করা যায়। তাকেই ফাইল সার্ভার বলা হয়।


ফাইল সার্ভার কিভাবে কাজ করে

বেশির ভাগ নেটওয়ার্কেই এধরনের সার্ভার ব্যবহার করা হয়।  কারণ ডাটা শেয়ারিং বেশিরভাগ নেটওয়ার্কিং এর উদ্দেশ্য। ফাইল সার্ভাস থাকার ফলে আপনি সেই সার্ভারে ডাটা জমা রাখতে পারবেন এবং সেই ডাটা পড়তে পারবেন। সেখানে প্রয়োজনীয় পারমিশন সেট করতে পারবেন এবং প্রয়োজনমতো সেই ডাটা ব্যকআপ রাখতে পারবেন।
বাজারে বিভিন্ন ধরনের ফাইল সার্ভার আছে, যেমন, উইন্ডোজ এনটি, উইন্ডোজ ২০০, উইন্ডোজ ২০০৩, লিনাক্স, নভেল নেটঅয়্যার, এপলশেয়ার এবং ব্যানিয়ান ভাইনস।

MD BAYAZID KHAN answered 1 year ago

Application


Your Answer

4 + 19 =

error: Content is protected !!