আপনি বাংলা যুক্ত বর্নের তালিকা চেয়েছেন । বাংলা তে অনেক গুলো যুক্ত বর্ন আছে । কিন্তু শুধু যুক্ত বর্ণের তালিকার চেয়ে বরং যুক্ত বর্ণ গুলো কিভাবে তৈরি হয় সেগুলো ও জানা দরকার । যেমন ধরুন যুক্ত খ তৈরি হয় ক+ষ এই দুটি বর্ণ নিয়ে ।
তো এই যুক্ত বর্ন নিয়ে আমাদের বেশ কিছু পোষ্ট আছেই । যেমন
বাংলা যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয়?
এবং বিজয় কিবোর্ড এ বাংলা যুক্ত বর্নের তালিকা এবং লেখার পদ্ধতি
আপনি আমাদের উপরের লেখা দুটি পড়লেই আশা করি নিজেই বাংলা যুক্ত বর্ন তৈরি করতে ও লিখতে পারবেন ।