মাদারবোর্ডের মোডেল নাম্বার কিভাবে জানবো?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারমাদারবোর্ডের মোডেল নাম্বার কিভাবে জানবো?
Prince asked 7 years ago

আমি আমার পিসির মাদারবোর্ড এর মোডেল নাম্বার কিভাবে জানতে পারবো


1 Answers
Imran Hossain answered 7 years ago

মাদারবোর্ডের মোডেল নাম্বার

আপনি আপনার পিসি কিংবা ল্যাপটপ থেকে মাদারবোর্ড এর মোডেল নাম্বার জানার জন্য প্রথমে কম্পিউটার থেকে Start মেনুতে ক্লিক করে।
ক্লিক করার পর সার্চ করা ঘরে system information টাইপ করুন। system information টাইপ করার পর উপরের দিকে system information লেখা অপশন দেখা যাবে। এবার সেখানে ক্লিক করুন। ক্লিক নিচের ছবিটির মতো ট্যাব দেখা যাবে। আমি আমার ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৭ থেকে দেখিয়েছি।


system information

system information

উপরের ছবিটিতে দেখুন। System Summary এ ক্লিক করলে ডান পাশে আপনার কম্পিউটার সিস্টেম এর পুরু ইনফরমেশন দেখাবে। উপরের ছবিটির লাল মার্ক করা  System Model  লেখা পাশে আপনার মাদারবোর্ড নাম্বার দেখতে পাবেন।

Your Answer

18 + 17 =

error: Content is protected !!