ক এবং ষ এর যোগ হয়ে তৈরি হয় ক্ষ যাকে উচ্চারন করা হয় যুক্ত খ । তো এক এক কি বোর্ড এ এক এক ভাবে লেখা হয় এটি । চলুন শুরুতেই দেখে নেই অভ্র কিবোর্ড এ কেমন করে লেখে
ফনেটিক অভ্র লেয়াউট এ kkh চাপলে আসবে ক্ষ
অভ্র ইজি লেয়াউট এ k+h+Shift+v চাপলে আসবে ক্ষ
বিজয় কিবোর্ড এ ক্ষ নিয়ে লেখার নিয়ম
বিজয় এ j+g+Shift+N চাপলে আসবে ক্ষ