বর্তমানে সকল অপারেটর তাদের কলরেট বৃদ্ধি করেছে, এতে করে গ্রাহকের মোবাইল খরচ আরোও বাড়ল, সরকার কিসের উপর ভিত্তি করে খরচ বাড়াল।
সরকার কিসের উপর ভিত্তি করে নতুন কল রেট করল?
1 Answers
Your Answer
বর্তমানে সকল অপারেটর তাদের কলরেট বৃদ্ধি করেছে, এতে করে গ্রাহকের মোবাইল খরচ আরোও বাড়ল, সরকার কিসের উপর ভিত্তি করে খরচ বাড়াল।
বিভিন্য পত্রিকাগুলো যা বলছে, তাতে বোঝা যাচ্ছে এই করনা কালিন সময় এ যে মসস্ত্য ব্যবস্যায় তেমন একটা প্রভাব পড়েনি সেগুলোর উপর বেশি পরিমানে রাজস্ব আরোপিত হবে । সেই দিক দিয়ে মোবাইল কম্পানি গুলো তুলনামুলক কম লস করেছে এই করনা কালিন সময় এ । কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে আমাদের
More