সূর্য শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তাকি সৌর শক্তি বলে । আপনি হয়তো লক্ষ করে থাকবেন, আপনার আশে পাশে বাড়ির সাদে বা বাড়ির উপর দিকে এক প্যানেল দেওয়া থাকে । সেটি মূলত সূর্য শক্তিকে সঞ্চয় করার জন্য ব্যবহার করে হয়ে থাকে ।
সৌর শক্তি যে ভাবে কাজ করে
সৌর শক্তি দুই ভাবে কাজ করে থাকে, ১। প্রত্যক্ষ ২। পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে ফোটো ভোলটাইক (পিভি) বলা হয়। প্রাথমিকভাবে ছোট ও মাঝারি পরিসরে এর ব্যবহার করা হয়ে থাকে। পরোক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে বলা হয় ঘনীভূত সৌর শক্তি বা কনসেনট্রেডেট সোলার পাওয়ার ।