অপটিক্যাল মাউস কি এবং অপটিক্যাল মাউস কিভাবে কাজ করে ?

প্রশ্ন উত্তরঅপটিক্যাল মাউস কি এবং অপটিক্যাল মাউস কিভাবে কাজ করে ?
Rafi asked 6 years ago

অপটিক্যাল মাউস পরিচিতি জানতে চাই । 


1 Answers
Imran Hossain answered 6 years ago

অপটিক্যাল মাউস হল, কম্পিউটার মাউস । অপটিক্যাল মাউস আলোর উৎস এবং আলোক সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে কোন কিছুর উপরিভাগের চলাচল বা নাড়াচাড়া বা দিক পরিবর্তন বুঝতে পারে এবং সেই অনুসারে অপটিক্যাল মাউস কাজ করে থাকে । আলোর উৎস হিসাবে এতে ব্যবহৃত হয় লেড কিংবা এলইডি এবং আলো সনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় ফটোডায়োড । এটি মেকানিক্যাল মাউস বা ট্র্যাকবল মাউসের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়।


Your Answer

1 + 0 =

error: Content is protected !!