আসসালামু আলাইকুম। জনাব, আমাদের মাদরাসায় রেজাল্ট তৈরির ক্ষেত্রে সাধারণত কোন ছাত্র ৩ বিষয়ে ৩৩'র নিচে গড় পেলে তাকে ফেল ধরা হয়। তো এ বিষয়টা আমি এক্সেল দিয়ে কিভাবে বের করতে পারি। এবিষয়ে আমাকে সহযোগিতা করলে বেশ উপকার হতো।

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারআসসালামু আলাইকুম। জনাব, আমাদের মাদরাসায় রেজাল্ট তৈরির ক্ষেত্রে সাধারণত কোন ছাত্র ৩ বিষয়ে ৩৩'র নিচে গড় পেলে তাকে ফেল ধরা হয়। তো এ বিষয়টা আমি এক্সেল দিয়ে কিভাবে বের করতে পারি। এবিষয়ে আমাকে সহযোগিতা করলে বেশ উপকার হতো।
Mr.saleh asked 2 years ago

আসসালামু আলাইকুম। জনাব, আমাদের মাদরাসায় রেজাল্ট তৈরির ক্ষেত্রে সাধারণত কোন ছাত্র ৩ বিষয়ে ৩৩’র নিচে গড় পেলে তাকে ফেল ধরা হয়। তো এ বিষয়টা আমি এক্সেল দিয়ে কিভাবে বের করতে পারি।
এবিষয়ে আমাকে সহযোগিতা করলে বেশ উপকার হতো।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 2 years ago

ওয়ালাইকুম-আস-সালাম, আমি আপনার প্রশ্নটির একটি বিষয় এ একটু ক্লিয়ার হতে চাই, আপনি “৩ বিষয়ে ৩৩ এর নিচে গড় পেলে” বলতে কি বুঝিয়েছেন ? একটু ক্লিয়ার করে বলবেন ।


আমি ধরে নিলাম আপনি বোঝাতে চেয়েছেন যেকোন ৩ টি বিষয়ে ৩৩ এর নিচে পেলে (প্রতি বিষয়ে আলাদা ভাবে ৩৩ এর নিচে) ফেল ধরা হবে । তাহলে আমরা নিচের মতো একটা মডেল দাড় করাতে পারি।

এবং এখানে আমি শুধু পাশ আর ফেল এর বিষয় টি দেখাচ্ছি ।

আমাদের ডাটা টেবিল

NameBanglaEnglishArabicMathScienceResult
Shariar2580255660
Raihan6325223280
Afrida6632554065
Rumman4540504544

আমরা রেজাল্ড এর ঘরে পাশ / ফেল দেখাবো । তো শুরুতে আমাদের চেক করতে হবে ৩৩ এর নিতে কয়টি বিষয় আছে । সেক্ষেত্রে আমরা Countif ফাংশন টি ব্যবহার করবো নিচের মতো করে ।

Result এর ঘরে লিখবো

=COUNTIF(B3:F3,”>33″)

এতে করে আমরা সবকটি বিষয়ের মধ্যে কয়টি বিষয়ে ৩৩ এর নিচে পেয়েছে সেটি পেয়ে যাবো ।

NameBanglaEnglishArabicMathScienceResult
Shariar25802556602
Raihan63252232803
Afrida66325540651
Rumman45405045440

দেখা যাচ্ছে যে Result এর ঘরে কে কয়টি বিষয়ে ফেল করেছে সেটার সংখ্যা । কিন্তু আমাদের আসলে পাশ বা ফেল দেখাতে হবে ।

এবার আমরা এক্সেল if function এর ব্যবহার করবো ।

তাই উপরের সুত্রটিতে একটু বদল করে countif কে If function এর ভেতরে নেবো । নিচের মতো করে

=IF(COUNTIF(B3:F3,”<33″)<3,”Pass”,”Fail”)

আর এবার দেখুন ফলাফল নিচের মতো

Subjects
NameBanglaEnglishArabicMathScienceResult
Shariar2580255660Pass
Raihan6325223280Fail
Afrida6632554065Pass
Rumman4540504544Pass

Your Answer

2 + 2 =

error: Content is protected !!