ইউপিএস নিয়ে একটা প্রশ্ন…

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারইউপিএস নিয়ে একটা প্রশ্ন…
রাহাত asked 4 years ago

আসসালামুআলাইকুম,
আমি আমার কম্পিউটারের জন্য একটি ইউপিএস কিনেছি। এখন এই ইউপিএসটির ইউসার ম্যানুয়ালে লিখা আছে যে এটিকে প্রথম বার ১২ ঘন্টা চার্জ করার জন্য। এখন আমি আসলে গ্রামে থাকি তাই, এদিকে প্রায়ই বিদ্যুৎ চলে যায়।
তাই ১২ ঘন্টা একসাথে চার্জ দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না।


এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এটাকে ভাগে ভাগে যেমন একদিন করলাম ৪ ঘন্টা, তারপর আবার করলাম ৫ ঘণ্টা এবং তারপর দিন আবার বাকিটুকু চার্জ করি তাহলে ইউপিএস এর কোনো ক্ষতি হবে নাকি…..?

3 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

না ইউপিএস এর কোন ক্ষতি হবেনা । আর আমরা ইউপিএস ব্যবহার করি বিদ্যুৎ ঘন ঘন যায় বলেই । তবে প্রথম দিন কম পক্ষে ৮ ঘন্টা চার্জ করুন । ধাপে ধাপে হলেও, সমস্যা নেই । এর পর থেকে সেটা আপনার কাজের ফাঁকে ফাঁকে এমনিতেই চার্জ হতে থাকবে বিদ্যুৎ  পেলেই ।


তেব ব্যটারি দীর্ঘ্য দিন ভালো রাখার জন্য মাঝে মাঝে বিদ্যুৎ গেলে যতটা সম্ভব চালাবেন, UPS জোরে জোরে বা ঘন ঘন শব্দ করার আগ পর্যন্ত । এতে করে ব্যটারির পুরো অংশ ব্যবহার হয় এবং ব্যটারির স্থায়ীত্ব বাড়ে । মাসে এক দু বার করলেই হবে ।

তবে একেবারেই UPS যেন বন্ধ না হয়ে যায় ব্যকআপ দেবার সময়, এতে আবার ব্যটারি ডেড হয়ে যাবার সম্ভাবনা থাকে, যদিও খুবই কম হয় ।

রাহাত answered 4 years ago

Vai ditiyo din 7 ghonta charge korechi. Ekhon ki kunu somossha Hobe….?


Md Shariar Sarkar Staff replied 4 years ago

না চালান, সমস্যা নাই । চালান

রাহাত answered 4 years ago

Vai prothom din rate 10-15 minute diechi. At ditoydin diechi 7 ghonta.
At ekhon vebechi Baki 5 ghonta kal diye debo. Tahole ki kono problem Hobe…?


Md Shariar Sarkar Staff replied 4 years ago

না সমস্যা নাই …

Your Answer

17 + 0 =

error: Content is protected !!