ইন্টারনেট কি এবং কিভাবে ইন্টারনেট কাজ করে

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিইন্টারনেট কি এবং কিভাবে ইন্টারনেট কাজ করে
Rubel Parvez asked 6 years ago

এই বিষয়ে আমার কিছু জানার ছিলো কেউ জানাবেন কি?


1 Answers
Imran Hossain answered 6 years ago

ইন্টারনেট বলতে আমরা বুঝি, পৃথিবীজুড়ে বিস্তৃত এক অসংখ্য নেটওয়র্কের সমন্বয়ে গঠিত এক বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থাকেই ইন্টারনেট বলে। এক কথায়,  বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের ব্যবস্থায় ইন্টারনেট। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ইন্টারনেট পত্তন ঘটে। বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ নেটওয়ার্ক হিসাবে ইন্টারনেটকে অভিহিত করা হয়ে থাকে। 
ইন্টারনেট কিভাবে কাজ করে
প্রথম অবস্থায় একটি কম্পিউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সাথে যুক্ত করে থাকে।আবার কম্পিউটার পরবর্তীতে অন্য একটি নেটওয়ার্কের সাহায্যে পরস্পরে সাথে যুক্ত হয়। সেই নেটওয়ার্কেই ইন্টারনেট বলে।
যেমন, আপনার সাথে থাকা স্মার্টফোনটি একটি আইএসপি কিংবা  ইন্টারনেট সেবা দানকারীর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আবার সেই আইএসপি এর মাধ্যমে সে নিজেকে ইন্টারনেটের সাথে যুক্ত করে। সাধারণত ইন্টারনেট এই ভাবে কাজ করে থাকে।
 
 
 
 


Your Answer

3 + 16 =

error: Content is protected !!