ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়

প্রশ্ন উত্তরCategory: সাধারণইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়
Sabbir asked 5 years ago

ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায় বলবেন কি? 


1 Answers
Imran Hossain answered 5 years ago

ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে লেখা মূলত তিন ভাবে বিন্যাস করা যায় ।


  1. লম্বালম্বি ভাবে ।
  2.  অনুভূমিকভাবে লেখাকে বিন্যাস করা যায় ।
  3. কার্ভ সিলেকশন এর মাধ্যেমে ।

অনুভূমিকভাবে লেখা

অনুভূমিক ভাবে অর্থাৎ আপনি লেখাতে সমান ভাবে লিখতে পারবেন ।

Select Type Tool

Select Type Tool

আপনি ইলাস্ট্রেটর থেকে টাইপ টুল সিলেক্ট করে উপরের মতো করে লেখা লিখতে পারবেন ।

লম্বালম্বি ভাবে লেখা

অর্থাৎ ডকুমেন্টে উপর আপনি লম্বা লম্বি ভাবে  লিখতে পারবেন । যা দেখতে নিচের মতো ।

Type Tool

Vertical Type Tool

ইলাস্ট্রেটর থেকে ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করে আপনি লম্বা লম্বি ভাবে লিখতে পারবেন ।

 

কার্ভ সিলেকশন

বক্র রেখা ভাবে লেখাকে বিন্যাস করতে পারবেন । আপনি পেন টুলের সাহায্যে ক্যাভাসের উপর কিংবা অবজেক্ট এর পাথ তৈরি করে সেই পাথে লিখতে পারবেন । ঠিক নিচের মতো ।

Crav Type

 Type

উপরের ছবিতে দেখুন । আপনি ইলাস্ট্রটর থেকে Type on a path tool করে উপরের ছবির মতো করে লিখতে পারবেন । এর জন্য আপনাকে প্রথমে পাথ তৈরি করে নিতে হবে ।

Your Answer

19 + 12 =

error: Content is protected !!