এক লাইট ইয়ার কত

প্রশ্ন উত্তরCategory: সাধারণএক লাইট ইয়ার কত
Mamun asked 4 years ago

এক লাইট ইয়ার কত দুরে বা কতো কিলোমিটার দুরে ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

এক লাইট ইয়ার কত দুরে

এক বছরে আলো যে পরিমান দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব কে আলোক বর্ষ বা লাইট ইয়ার বলা হয় । তো আলোক বর্ষ বা লাইট ইয়ার কত দুরে সেটা জানতে গেলে আলোর গতি জানতে হবে । তো দেখে নেয়া যাক ।
আলোর গতি সেকেন্ডে 299 792 458 m বা 299792.458 km.
আলো এক দিনে যায় : 299792.458  x ( 24 x 60 x 60) =  25902068371 km
আলো এক বছরে যায় : 25902068371x 365  =  9454 254 955 488 km যাকে সংক্ষেপে লেখা যায় 9.45 x 1012 kilo-miter


 তাহলে এক লাইট ইয়ার ৯.৪৫ x ১০১২ কিলোমিটার দুরে ।

Your Answer

13 + 8 =

error: Content is protected !!