এবার ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?

প্রশ্ন উত্তরCategory: খেলাধুলাএবার ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
Jahagir asked 6 years ago


1 Answers
Imran Hossain answered 6 years ago

2018 ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে রাশিয়াতে । ২০১৮ ফিফা বিশ্বকাপ ( ফিফা বিশ্বকাপের ২১তম আসর হবে। এটি হলো একটি চতুর্বাষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফার অন্তর্ভুক্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে। ২ ডিসেম্বর ২০১০ সালে অনুষ্ঠিত নিলামের পর, রাশিয়ায় ১৪ জুন হতে ১৫ জুলাই ২০১৮ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত করা হয়েছে। এই বারই প্রথম যখন বিশ্বকাপ পূর্ব ইউরোপে এবং ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপে অনুষ্ঠিত হবে: খেলোয়াড়দের সময় বাঁচানোর জন্য, পূর্ব ইউরোপের বাহিরে ইউরোপীয় রাশিয়ার উরাল পর্বতমালায় একটি স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে।
এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে। ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলার সম্পন্ন হবে। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।


Your Answer

7 + 18 =

error: Content is protected !!