এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯

প্রশ্ন উত্তরCategory: সাধারণএস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯
Shipon asked 5 years ago

এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ কিভাবে বের করবো জানতে চাই । এস এস সি পরীক্ষার ফলাফল বের করার নিয়ম জানাবেন ।


2 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ এর বের করার জন্য আপনি ওয়েব সাইট ব্যবহার করতে পারেন কিংবা এস এম এস এর মাধ্যমেও পেতে পারেন। চলুন দেখে নেই কিভাবে ssc exam result 2019 বের করা যায় দেখে নেই বিস্তারিত আকারে ।


SSC পরীক্ষার ফলাফল বের করবো কিভাবে SMS কিংবা Web থেকে

ওয়েবের মাধ্যমে দাখিল এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯  বের করা

এসএসসি রেজাল্ট ২০১৯ web থেকে বের করার জন্য আপনার বোর্ড অনুসারে ওয়েব সাইট এ প্রবেশ করুন নিচের থেকে

Dhaka
Rajshahi
Comilla
Jessore
Chittagong
Barisal
Sylhet
Dinajpur
Madrasah

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০১৯

sms এর মাধ্যমেও আপনি আপনার রেজান্ট বের করে নিতে পারেন । সেটা করার জন্য আপনার মোবাইল এর sms অপশন এ যান । এর পর নিচের অংশটি কপি করে পেস্ট করে নিন । তার পর আপনার রোল ও বোর্ড ঠিক করে নিন ।

SSC Dha 663508 2019

উপরের উদাহরন ও Dha তে ঢাকা বোর্ড বোঝানো হয়েছে । তো সব ঠিক করা হয়ে গেলে মেসেজ টি পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বার এ । আপনি যে কোন অপারেটর এর সিম ব্যবহার করতে পারেন । বাংলালিংক, রবি, জিপি যে কোন কানেকশন ।

sms এ বোর্ড

আপনার বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর হবে যেমন Dhaka Board এর জন্য Dha ,  Rajshahi বোর্ড এর জন্য Raj

wasif Staff answered 5 years ago

দাখিল এর ও একই ভাবে দেখা যাবে, তবে নিচের মতো দিতে হবে । 
SSC Mad 663508 2019


Your Answer

9 + 5 =

error: Content is protected !!