ওয়েবক্যাম কি ?

Tufan asked 5 years ago

ওয়েবক্যাম সম্পর্কে জানতে চাই 


1 Answers
Imran Hossain answered 5 years ago

ওয়েবক্যাম মূলত বিশেষ ধরনের ভিডিও ক্যামেরা যা একটি কম্পিউটার সাথে যুক্ত হয়ে ইন্টারনেট ভিডিও আদান প্রদান করতে পারে । এক কথায় ওয়েবক্যাম হচ্ছে, ভিডিও ক্যামেরা ধারণ করা ভিডিও ক্যামেরা । যা বাস্তব সময়ের ভিডিও ধরণ করে এবং একটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তা মনিটরে প্রর্দশন করে থাকে । ওয়েবক্যামে লেন্স, ইমেজ সেন্সর ও মাইক্রোফোন থাকে। ওয়েবক্যামে সাধারণত চার্জ কাপল্‌ড ডিভাইস বা কপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর সেন্সর ব্যবহার করা হয়, তবে সস্তা হওয়ার কারণে কপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর অধিক ব্যবহার করা হয়। , ওয়েবক্যাম সাধারণত ইউএসবি ক্যাবলের মাধ্যমে যুক্ত করা হয়ে থাকে৷


Your Answer

5 + 13 =

error: Content is protected !!