কম্পিউটার এর জন্য ভালো এবং ফ্রি ত্র্যন্টি ভাইরাস কোনটি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার এর জন্য ভালো এবং ফ্রি ত্র্যন্টি ভাইরাস কোনটি?
Wasif asked 6 years ago


2 Answers
Imran Hossain answered 6 years ago

কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে।   মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়। যেমন: কোন ব্যবহারকারী ভাইরাসটিকে একটি নেট ওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারে বা কোন বহনযোগ্য মাধ্যম যথা ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ বা ইণ্টারনেটের মাধ্যমে ছড়াতে পারে। এছাড়াও ভাইরাসসমূহ কোন নেট ওয়ার্ক ফাইল সিস্টেমকে আক্রান্ত করতে পারে, যার ফলে অন্যান্য কম্পিউটার যা ঐ সিস্টেমটি ব্যবহার করে সেগুলো আক্রান্ত হতে পারে। আপনি এই লিংক এ ক্লিক করে দেখে নিতে পারেন, এন্টিভাইরাস
 


Md Shariar Sarkar Staff answered 6 years ago

আমার মতে ভালো ফ্রি এন্টিভাইরাস হল Avira যা আমি প্রায় ৫ – ৬ বছর ধরে ব্যবহার করি । অনেকের কাছে Avast ও প্রিয় । তবে যেকোন এন্টিভাইরাস যদি আপডেট না করা হয়, তাহলে যতো ভালো এন্টিভাইরাস ই আপনি ব্যবহার করেন, ভাইরাস ঠেকাতে পারবেনা ঠিক ভাবে ।
 


Your Answer

17 + 17 =

error: Content is protected !!