কিভাবে গুগলে আমার ছবি আপলোড করবো

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিকিভাবে গুগলে আমার ছবি আপলোড করবো
Nasim asked 6 years ago

আমি আমার ছবি গুগলে আপলোড করতে চাই , কিন্তু কিভাবে আমার ছবি Google Upload করবো । 


Nazmul replied 5 years ago

Comment

Nazmul replied 5 years ago

গুগলে কিভাবে ছবি দেয়া যায়।

4 Answers
Imran Hossain answered 6 years ago

গুগলে ছবি আপলোড করা যায় না । তবে কিছু কিছু সাইট আছে, সেগুলোতে ছবি আপলোড করে গুগল থেকে সার্চ করে তা দেখতে পারেন । সেক্ষেত্রে আপনার ছবিতে আপনার নাম দিয়ে ছবি আপলোড করতে পারেন । যেমন, গুগল প্লাস, kivabe.com এ প্রোফাইল পিকচার দিতে পারেন । এর ফলে গুগলে আপনার নাম দিয়ে ছবি সার্চ করলে আপনার ছবি দেখা যাবে ।
 


Md Shariar Sarkar Staff answered 6 years ago

গুগল সার্চ এ সরাসরি ছবি যোগ করার কোন উপাই নাই । তবে গুগল ভিভিন্য ওয়েবসাইট থেকে ছবি গুলো ইন্ডেক্স করে থাকে । এবং ছবির ক্যাপশন আকারে এবং img alt text হিসেবে যেই লেখা গুলো থাকে, সেগুলোকে সেই ছবির জন্য কিওয়ার্ড হিসেবে মনে করে গুগল । অর্থাৎ ক্যাপশন কিংবা অল্টারনেটিভ টেক্সট এর শব্দগুলো দিয়ে সার্চ করলে এর সাথে সম্পর্ক যুক্ত ছবিটি দেখায় গুগল সার্চ ইন্জিন ।


তো এবার আপনার ছবি গুগলে আপলড করতে চাইলে আসলে অন্য কোন ওয়েব সাইটে সেটা করা লাগবে । হতে পারে কোন ওয়েব সাইট যেমন আমাদের কিভাবে.কম কিংবা লিংক্ডইন , কিংবা ব্লগার এর একাউন্ট এ আপনার প্রফাইল ছবি হিসেবে ছবি যোগ করে রেখেছেন । এবার সেই একাউন্ট এর একটিভিটির উপর যদি গুগল মনে করে যে আপনার ছবি ইন্ডেক্স করবে, করতে পারে ।

Avijit Sarkar answered 4 years ago

নায়কা দের ছবি


Jannatul answered 1 year ago

Yes


Your Answer

8 + 17 =

error: Content is protected !!