কিভাবে html তৈরি করা যায়

প্রশ্ন উত্তরCategory: টিউটোরিয়ালকিভাবে html তৈরি করা যায়
Rani asked 4 years ago

HTML কি এবং কিভাবে html তৈরি করা যায়  জানতে চাই 


3 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

HTML কি ?


HTML একটি মার্কআপ ল্যাংগুয়েজ যার পুর্ন রুপ হচ্ছে Hyper Text markup Language. এটি দিয়ে ওয়েব সাইট তৈরি করা যায় ।

তো এবার দেখা যাক

কিভাবে html ফাইল তৈরি করা যায়

যেহেতে এটি একটি ল্যাংগুয়েজ, তাই আমাদের কোড লিখতে হবে ।
যে কোন একটি কোড এডিটর ওপেন করে নিচের কোড ব্লক টি লেখুন

<!DOCTYPE html> 
<html> 
<head> 
    <title>পেজের টাইটেল</title> 
</head> 
<body> 
    <h1>আমার প্রথম ওয়েব পেজ।</h1> 
    <p>আমার প্রথম পেরাগ্রাফ.</p> 
</body> 
</html>

 

এবার ফাইল টি সেভ করুন index.html নামে । এর পর ফাইল টি ওপেন করুন যে কোন ওয়েব ব্রাউজার এ ।

উপরের কোড গুলো আপনার কাছে নতুন হলে এর বিস্তারিত জানা দরকার । তা না হলে কপি পেস্ট করে রেডিমেট কিছু পাবেন, কিন্তু নিজে থেকে তৈরি করা হবেনা । তাই বিস্তারিত আকারে আমাদের এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারেন ।

অথবা আমাদের YouTube Video গুলো ও দেখে নিতে পারেন ।

Basic HTML Bangla Tutorial

 

Roni Ahmed answered 2 months ago

একটি HTML ফাইল তৈরি এবং পূর্বের তৈরি ফাইল খোলা


Roni Ahmed answered 2 months ago

পরীক্ষাণ: Html এর ফরমেটিং ট্যাগ ব্যবহার করে ওয়বে পেইজ তৈরি করতে হবে?


Your Answer

17 + 10 =

error: Content is protected !!