কোনো সংখ্যাকে ০ দ্বারা ভাগ করলে Error হয় কেন?

প্রশ্ন উত্তরCategory: গণিতকোনো সংখ্যাকে ০ দ্বারা ভাগ করলে Error হয় কেন?
Shakib asked 3 years ago

কোনো সংখ্যাকে ০ দ্বারা ভাগ করলে Error হয় কেন? কিংবা ভাগ করা যাবেনা দেখায় কেনো ?  এর কারন কি ?


1 Answers
Abu Alam answered 3 years ago

কোনো সংখ্যাকে শূন্য(0)দ্বারা ভাগ করলে অসজ্ঞায়িত বা Error হওয়ার কারণ

অসজ্ঞায়িত অর্থ হচ্ছে যাকে কোনো সজ্ঞা দ্বারা ব্যাখ্যা করা যায় না এবং যা প্রকৃতপক্ষে সম্ভব নয়।


x by 0 = ?

x by 0 = ?

ভাগের ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে কোনো সংখ্যা কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাই তা মূলত কতগুলো ঐ সংখ্যা যোগ করলে মূল সংখ্যাটি পাওয়া যাবে তার সংখ্যা।

যেমন একটি সংখ্যা x কে y দ্বারা ভাগ করা হলে ভাগফল যদি z হয়।

অর্থাৎ  x÷y=z হলে, z হচ্ছে কতগুলো y যোগ করলে x হবে তার সংখ্যা।

বিষয়টি আরেকটু স্পষ্ট করে বললে এরকম যে একটি  সংখ্যা 15 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5।

অর্থাৎ 15÷3=5, তাহলে 3+3+3+3+3 = 15

অর্থাৎ 5 টি 3  যোগ করলে 15  হয়।

এখন 15কে  শূন্য  (0) দ্বারা ভাগ করলে ভাগফল হবে কতগুলো শূন্য (0)যোগ করে 15 হবে তার সংখ্যা। যা প্রকৃতপক্ষে সম্ভব নয়।

কারণ 0+0+0+0+……………=0 সুতরাং আমরা দেখতে পাচ্ছি অসীম সংখ্যক শূন্য (0)যোগ করে 15 পাওয়া সম্ভব নয়।

সুতরাং কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া সম্ভব নয় এবং এই জন্য এর ফলাফল অসজ্ঞায়িত বা Error আসে।

Your Answer

2 + 3 =

error: Content is protected !!