ক্লাইড কম্পিউটিং কি ও ক্লাইড কম্পিউটিং কাকে বলে?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিক্লাইড কম্পিউটিং কি ও ক্লাইড কম্পিউটিং কাকে বলে?
সাকিব asked 5 years ago

ক্লাইড কম্পিউটিং 


1 Answers
Imran Hossain answered 5 years ago

ক্লাউড কম্পিউটিং হচ্ছে, অনলাইন ভিত্তিক পরিসেবা, ডাটা অ্যাক্সেস কিংবা ডাটা স্পেস প্রদান করে থাকে । সেখানে ক্লাউড সেবা ব্যবহার করে ক্লাউড কম্পিউটিং বিষয়ে গভীর ভাবে জানার প্রয়োজন হয় না । যে কেউ ক্লাউড কম্পিউটিং ব্যবহার করতে পারবে । ক্লাউড কম্পিউটিং কম্পিউটারে কতগুলো সমন্বিত উপাদানের সম্মিলিত প্রয়াস যা কিছু কাজ করে থাকে ।
আরও সহজ ভাবে বলতে গেলে, ক্লাউড কম্পিউটিং হচ্ছে, কম্পিউটার ও ডাটা স্টোরেজ ভোক্তা সুবিধা মতো ব্যবহার অনুসারে ভাড়া দেওয়ার পদ্ধতিকে ক্লাউড কম্পিউটিং সিস্টেম বলে । ক্লাউড কম্পিউটিং এ একধনের ডাটা সেন্টার সেখানে হাজার হাজার, লাখ লাখ ডেটা থাকে । এই ধরনের সুবিধা প্রধান করাকে ক্লাউড কম্পিউটিং সিস্টেম বলে ।


Your Answer

10 + 10 =

error: Content is protected !!