টেবিলের cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে ……… কমান্ড ব্যবহৃত হয়।

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামটেবিলের cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে ……… কমান্ড ব্যবহৃত হয়।
hedayetul asked 2 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 2 years ago

ইংরেজি Split অর্থ বিভক্ত বা বিচ্ছিন্ন করা


মাইক্রোসফ্ট ওয়ার্ড এ টেবিলের Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে অর্থাৎ বিভক্ত বা বিচ্ছিন্ন করতে Split Cells  ব্যবহৃত হয় ।

split cells in ms word

split cells in ms word

MS Word এ টেবিল Split Cells

টেবিলের যে সেলটি স্পিট বা বিভক্ত করতে চান, সেটির উপরে রাইট ক্লিক করে Split Cells এ ক্লিক করুন । এর পর উপরের মতো আসলে একটি সেল কে কয়টি রো ও কলামে বিভক্ত করবেন সেটি ঠিক করে দিয়ে OK করে দিন ।

আবার রিবন থেকে করতে চাইলে টেবিলের যে সেলটি বিভক্ত করতে চান, সেটির ভেতরে ক্লিক করলে দেখবেন রিবনের মধ্যে Table Tools এর Layout ট্যাব এ ক্লিক করুন ।

Table tools Layout

Table tools Layout

এবার Split Cells এ ক্লিক করলেই পেয়ে সেল বিভক্ত করার জন্য Split Cells ডায়ালগ বক্স ।

আর কিবোর্ড কমান্ড

Alt + A চাপুর এর পর  P চাপুন , Split Cells ডায়ালগ বক্স ।

split cells in ms word

split cells in ms word

টেবিলের cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে ….. Alt + A, এর পর P …. কমান্ড ব্যবহৃত হয়

Your Answer

3 + 10 =

error: Content is protected !!